রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বিসিএ’র শেফ অফ  দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

 

ব্রিটেনে বাংলাদেশী কারী ইন্ড্রাষ্টির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন ( বিসিএ) বর্ণাঢ্য আয়োজনে  ডায়মন্ড জুবিলী সেলিব্রেশন এর সাথে ১৫তম  বিসিএ  এওয়ার্ড অনুষ্ঠানটি আগামী ৭ নভেম্বর, রবিবার লন্ডনের বিখ্যাত  ওটু  ইন্টারকন্টিনাল (O2 Intercontinental)-এ  অনুষ্ঠিত হবে।

এওয়ার্ড কে সামনে রেখে ১৯ অক্টোবর  মঙ্গলবার লন্ডনের  হ্যার্মাস স্মিথ এন্ড ওয়েস্ট লন্ডন কলেজে  শতাধিক প্রতিযোগির মধ্য থেকে যাচাই-বাচাই করে ৩৭ জন  শেফ এর অংশগ্রহনে ‘শেফ অফ দ্যা ইয়ার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরাসরি কুকিং  প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে রেষ্টুরেন্ট ও টেকওয়ের প্রতিযোগিরা অংশগ্রহন করেন। এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো রেস্টুরেন্ট এর সাথে টেকওয়ে-ও যু্ক্ত করা হয়েছে।

লাইভ শেফ কুক অফ বিসিএ- ব্রিটেনে বাংলাদেশী কারী ইন্ডাষ্ট্রির একটি অত্যন্ত জনপ্রিয় প্রতিযোগিতা। ব্রিটেনের অভিজ্ঞ শেফ এবং ক্যাটারার্সরা এই প্রতিযোগিতা থেকে সেরা দশ জন শেফ বাচাই করে থাকেন। যেখানে শেফদের উদ্ভাবিত  নানা পদের মৌলিক ডিস এবং এর সৃজনশীল উপস্থাপনা সর্বোপরি  কারী শিল্পের  সাথে জড়িত  রেষ্টুরেন্ট কর্মীদের অনুপ্রাণীত  করতে  বিসিএ এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

বিসিএ   ‘শেফ অফ দ্যা ইয়ার’  এর বিচারক প্যানেলে ছিলেন  বিখ্যাত মিশেল ষ্টার ও সেলিব্রেটি শেফ সাজিব নায়ের , কোবরা বিয়ার এর সায়মন সোহেইল, কিং ফিশার বিয়ার এর হেড অফ সেলস মিস্টার এড্রিন, কেবক্স এর  সেলস রিপ্রেজেন্টেটিভ জেসপ্রিত সিং  ও হ্যার্মাস স্মিথ এন্ড ওয়েস্ট লন্ডন কলেজ হসপিটালিটি ডিপার্টমেন্ট   এবং বিসিএ এর হেড শেফ অফ এওয়ার্ড কমিটির প্রধান  সেলিব্রিটি শেফ আতিক রহমান।

‘লাইভ শেফ কুক অফ বিসিএ‘ থেকে সেরা দশজন  বিজয়ীর নাম  বিসিএ’র ১৫তম এওয়ার্ড অনুষ্ঠানে  বিখ্যাত  ওটু  ইন্টারকন্টিনাল এ সেলিব্রেটি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে  আনুষ্ঠানিকভাবে  ঘোষণা ও প্রদান করা হবে। এবছরের পুরষ্কারের শিরোনাম হলো – বিসিএ: বেষ্ট কারী হাউস ।

বিসিএ  ‘শেফ অফ দ্যা ইয়ার’  এওয়ার্ড কমিটির প্রধান আতিক রহমান বলেন, বিসিএ ডায়মন্ড জুবিলীর বছরের অনুষ্ঠানে যুক্ত হয়েছে আরও মৌলিকত্ব।  ৬০ বছরের প্রাচীন সংগঠনের  অতীতের  সাংগঠনিক অভিজ্ঞতা ও মেধার সমন্বয়ে  আমাদের প্রচেষ্টা হলো-  বাংলাদেশী কারী শিল্পের ব্রান্ডিং এবং  সেরা মান ও   কোয়ালিটি  খাবার  উপহার দেবার মতো শেফদের খুজে বের করে তাদেরকে আনুষ্ঠানিক পুরস্কার প্রদানের মাধ্যমে তুলে ধরা।

৩৭  জন শেফ এর অংশগ্রহনে এবারে প্রতিযোগিতাটি  ছিল  আরও পজিটিভ এবং কারী ইন্ড্রাষ্টির জন্য  অনুপ্রেরণামূলক। বিশেষ করে  মাছ , শাক-সবজি ও বাংলাদেশী ঐতিহ্যিক সুগন্ধি ফলের ফিউশন কারীর ডিশগুলো  অন্যান্য ডিশগুলোর মাঝে   বিচারকদের  সামনে উজ্জ্বলভাবে উপস্থাপনার কাজটি বিসিএ’র জন্য  ছিল একটি বড় চ্যালেঞ্জ । আমরা খুশী যে সকলের সমন্বিত প্রচেষ্টায় তা সফল হয়েছে।

বিসিএ’র প্রেসিডেন্ট এম এ মুনিম বলেন, করোনা মহামারীতে  ন্যাশনাল হেলথ সার্ভিস ( এনএইচএস) ও ফ্রন্ট লাইন ওয়ার্কারসহ  কমিউনিটির সাথে একাত্ব হয়ে কাজ করেছে।   ১৫ তম এওয়ার্ড অনুষ্ঠানকে সামনে রেখে বিসিএ কারী ইন্ড্রাষ্টির বিবদমান নানা সমস্যা এবং সম্ভাবনার একটি মৌলিক বার্তা সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অবহিত করতে চায়।

বিসিএ  মনে করে, ব্রেক্সিট ইস্যু ও করোনা পেন্ডামিকে  কারী  ইন্ড্রাষ্টি  মারাত্নক  সংকট সময় পার করছে।তারপরও বিসিএ  বিশেষ করে স্টাফ সংকট মোকাবেলায় বহুমুখী কার্যক্রম করছে। লাইভ শেফ কুক অফ বিসিএ- প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ শেফ তৈরী এবং তাদের উদ্ভাবিত ডিসগুলো মূলধারায় তুলে ধরার পাশাপাশি ব্রিটেনের রেস্টুরেন্টগুলোতে ‘স্কিল্ড স্টাফ‘ তৈরীতেও  সকলকে   অনুপ্রাণীত করবে বলে আমাদের বিশ্বাস।

বিসিএ সেক্রেটারী জেনারেল মিটু চৌধুরী বলেছেন- সেরা শেফ বাচাই  প্রতিযোগিতাটি  কারী ইন্ড্রাষ্টির জন্য মর্যাদাকর ও অন্যন্ত প্রতিযোগিতাপূর্ণ । করোনাকালিন লকডাউন সময়ে কারী লাভার্সদের  কাছে গুরুত্বপূর্ণ অবদান রাখা টেকওয়েগুলোকে  এই প্রথম কারী এওয়ার্ড প্রতিযোগিতায়  যুক্ত করা  হয়েছে।  আমাদের বিশ্বাস  এই উদ্যোগ থেকে  বাংলাদেশী কারী ইন্ড্রাষ্টিতে যুক্ত হবে বহু মাত্রিক  নানা স্বাদ,পদ ও মানের   নতুন ডিশ ও কোয়ালিটি সমৃদ্ধ শেফ।

সংগঠনের চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বলেন- ব্রিটেনের নানা প্রান্তে কারী ইন্ড্রাষ্টির প্রতিভাবানদের খুজে বের করে তাদেরকে অনুপ্রাণীত এবং মূলধারায় তাদের কাজগুলো প্রচারে  ধারাবাহিক কাজের অংশ হচ্ছে- লাইভ শেফ কুক অফ বিসিএ। অনুষ্ঠানে  বিচারক ও অতিথিবৃন্দ  প্রতিযোগী  শেফদের  উপস্থাপিত মৌলিক ডিশ, স্বাদ ও সৃজনশৈলীর প্রশংসা করে বলেন এরকম প্রতিযোগিতা বাংলাদেশী কারী শিল্পের  ব্রান্ডিং তৈরীতে  বিশেষ ভূমিকা রাখবে।

বিসিএ এর হেড শেফ আতিকুর  রহমান  বাংলাদেশী ক্যুজিন এর বৈচিত্রময় ও শেফদের মৌলিক রন্ধনশৈলীর প্রতিযোগিতাটি  পরিচালনা করেন।

বিসিএ‘র ডেপুটি  সেক্রেটারী  হেলাল মালিক এর প্রাণবন্ত সঞ্চালনায়  লাইভ শেফ কুক অফ বিসিএ‘ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিটু চৌধুরী, চিফ ট্রেজারার সাইদুর রহমান, বিসিএ এওয়ার্ড  অনুষ্ঠানের  আহ্ববায়ক  জামাল উদ্দিন মকদ্দস, , বিসিএ রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার এর  হেড মুজিবুর রহমান ঝুনু , সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই , কামাল ইয়াকুব ও পাশা খন্দকার এমবিই , সাবেক জেনারেল সেক্রেটারী ওলি খান, কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামিন দিদার প্রমুখ।

ছবি : খালেদ হোসাইন


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন