­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে দ্বি- বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন  অনুষ্ঠিত  
সভাপতি আকরম আলী এমাদ, সেক্রেটারি আতাউর রহমান আবু, ট্রেজারার মো: জাহাঙ্গীর সিদ্দিকী



তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে দ্বি- বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২১  অনুষ্ঠিত  হয়েছে।

১০ অক্টোবর রবিবার বিকেলে পূর্ব লন্ডনের  একটি কমিউনিটি সেন্টারে এক জনাকীর্ণ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনার  হাজী সামসুল হক, আব্দুর রহমান আলী, লুৎফুর রহমান সায়াদ, বদরুল হক, মোহাম্মদ সাদ উদ্দিন  এর সমন্বয়ে গঠিত কমিশনে  সবার সম্মতিতে আকরম আলি এমাদ কে সভাপতি, আতাউর রহমান আবু কে সেক্রেটারী ও মো: জাহাঙ্গীর সিদ্দিকীকে ট্রেজারার  করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের নব গঠিত কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন,সহসভাপতি  ফরহাদ হোসেন টিপু, ডা . সফিক উদ্দিন, আব্দুল হাকিম হাদী ও শাহাজাহান আহমদ।

সহ সেক্রেটারি শামীম হাসান নেহার, কবির উদ্দিন ও জুবের আহমদ। সহ ট্রেজারার মো: বাহার উদ্দিন ,অরগানাইজেশন সেক্রেটারি নাছির উদ্দিন আহমেদ ফয়সল, সহ অরগানাইজেশন সেক্রেটারি মো: আলতাফ হোসেন, প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক  সাইদুর রহমান, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মো: শিব্বির আহমদ, অফিস সেক্রেটারি মো: তারেক আহমদ ,ইয়ুথ এন্ড স্পোটস সেক্রেটারি আব্দুল কালাম।

এক্সিকিউটিভ কমিটির সদস্যরা হলেন-মামুনুর রশিদ,  সামসুল হক এহিয়া, ময়নুল ইসলাম, আব্দুল মুকিত ও আব্দুল আলিম।

সম্মেলনের শুরুতে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমির উদ্দিন সুনাম, সেক্রেটারি  ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।  বিগত কয়েক বছরের কার্যক্রম তুলে ধরেন বিগত কমিটির সেক্রেটারি  ফরহাদ হোসেন টিপু ।

ট্রেজারার ডা.সফিক উদ্দিন বাংলাদেশ ও ইংল্যান্ডের ব্যাংক একাউন্টের  সকল টাকার হিসাব ন তোলে ধরেন।

সম্মেলেনে প্রশ্নত্তর পর্ব অংশগ্রহন করেন জাফর আহমদ দুলাল,  সাইদুর রহমান, শামীম আহমদ নেহার, সামসুল হক এহিয়া, মো: আবুল হাই, আব্দুল হাকিম হাদী, আব্দুল মুকিত, মো: বাহার উদ্দিন,  জাহাঙ্গীর সিদ্দিকী, মোস্তাক আহমেদ ও ফাহিম আহমদ   ।

অনুষ্ঠানের শেষে করোনাকালিন সময়ে সহ সকল মরহুম/মরহুমার মাগফেরাতের কামনা করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে দ্বি- বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন  অনুষ্ঠিত  

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন