­
­
শনিবার, ১৭ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «   কে জিতল—ভারত, না পাকিস্তান?  » «   আওয়ামী লীগের ‘কার্যক্রমে নিষেধাজ্ঞা’র মানে কী?  » «   বাংলাদেশে মার্কিন পণ্যের আমদানি বাড়বে, কমবে শুল্ক  » «   আওয়ামী লীগ নিষেধাজ্ঞার ফল কী? জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন  » «   পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় মানিক  » «  

কমিউনিটি লীডারদের স্মৃতি স্বারক প্রতিষ্ঠার দাবী জানিয়েছে লাভ টাওয়ার হ্যামলেটস ক্যাস্পেইন গ্রুপ



টাওয়ার হ্যামলেটসের রাজনীতি,সংস্কৃতি এবং মাইগ্র্যান্ট কমিউনিটির জন্য  যে সব ব্যক্তি  কাজ করেছেন নিঃস্বার্থভাবে  সেইসব কমিউনিটি লীডারদের স্মৃতি স্মারক প্রতিষ্ঠার দাবী জানিয়েছে লাভ টাওয়ার হ্যামলেটস   ক্যাস্পেইন গ্রুপ।

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচারাল লীড মেম্বার কাউন্সিলর  সাবিনা আক্তারের কাছে আনুষ্ঠানিক  প্রস্তাবনায় বলা হয়- কমিউনিটির সেবায় যারা নিজের মেধা শ্রম দিয়েছেন যেমন সাবেক এমপি লেবার পার্টির নেতা  পিটার সোর , মরহুম মিয়া আক্তার হোসেন (ছানু মিয়া),সাংবাদিক ও সাবেক কাউন্সিলর মরহুম শাহাব উদ্দিন বেলাল ও মরহুম আব্দুস সালিক প্রমুখ তাদের স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়ার দাবী জানান।

বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সাইট ভিজিটে এ সময় উপস্থিত ছিলেন-টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের  স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন।
ক্যাম্পেইন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন আনসার আহমদ উল্লাহ,আহাদ চৌধুরী বাবু, জামাল খান ও জুয়েল রাজ।

লাভ টাওয়ার হ্যামলেটস  ক্যাস্পেইন গ্রুপ  এর মুখপাত্র সাংবাদিক আহাদ চৌধুরী বাবু জানান- টাওয়ার হ্যামলেটস কমিউনিটির আলোকিত মানুষদের কাজ এবং ত্যাগকে মূল্যায়নে আমরা একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবো । এবংএর ধারবাহিকতায় টাওয়ার হ্যামলেটস এর কমিউনিটিকে নিয়ে কাজ করা  বীরদের বাঁচিয়ে রাখার চেষ্টা থাকবে ৷ কাউন্সিলার সাবিনা আক্তার বিষয়টি নিয়ে প্রদক্ষেপ গ্রহণে সংক্রিয় হবেন বলে আশ্বাস দেন ।

স্বাধীনতা টাস্ট্রের আনসার আহমদ উল্লাহ বলেন- আমরা মূলধারার নিজেদের অবস্থান জানান দিয়েছি ৷ বর্ণবাদ ও কমিউনিটি গঠনে যাদের প্রত্যক্ষ অবদান রয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আহবান জানিয়েছি ৷ এতে ইতিহাস সমৃদ্ধ হবে ৷

স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন এধরণের ক্যাম্পেইন বহুজাতিক সংস্কৃতিতে অন্যতম উদাহরণ বলে মন্তব্য করেন ।

প্রসঙ্গত ইতিমধ্যে বিষয়টি নিয়ে মেয়র জন বিগসকে প্রস্তাবনা দেওয়া হয়েছে ৷ ( বিজ্ঞপ্তি)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন