­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

কমিউনিটি লীডারদের স্মৃতি স্বারক প্রতিষ্ঠার দাবী জানিয়েছে লাভ টাওয়ার হ্যামলেটস ক্যাস্পেইন গ্রুপ



টাওয়ার হ্যামলেটসের রাজনীতি,সংস্কৃতি এবং মাইগ্র্যান্ট কমিউনিটির জন্য  যে সব ব্যক্তি  কাজ করেছেন নিঃস্বার্থভাবে  সেইসব কমিউনিটি লীডারদের স্মৃতি স্মারক প্রতিষ্ঠার দাবী জানিয়েছে লাভ টাওয়ার হ্যামলেটস   ক্যাস্পেইন গ্রুপ।

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচারাল লীড মেম্বার কাউন্সিলর  সাবিনা আক্তারের কাছে আনুষ্ঠানিক  প্রস্তাবনায় বলা হয়- কমিউনিটির সেবায় যারা নিজের মেধা শ্রম দিয়েছেন যেমন সাবেক এমপি লেবার পার্টির নেতা  পিটার সোর , মরহুম মিয়া আক্তার হোসেন (ছানু মিয়া),সাংবাদিক ও সাবেক কাউন্সিলর মরহুম শাহাব উদ্দিন বেলাল ও মরহুম আব্দুস সালিক প্রমুখ তাদের স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়ার দাবী জানান।

বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সাইট ভিজিটে এ সময় উপস্থিত ছিলেন-টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের  স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন।
ক্যাম্পেইন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন আনসার আহমদ উল্লাহ,আহাদ চৌধুরী বাবু, জামাল খান ও জুয়েল রাজ।

লাভ টাওয়ার হ্যামলেটস  ক্যাস্পেইন গ্রুপ  এর মুখপাত্র সাংবাদিক আহাদ চৌধুরী বাবু জানান- টাওয়ার হ্যামলেটস কমিউনিটির আলোকিত মানুষদের কাজ এবং ত্যাগকে মূল্যায়নে আমরা একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবো । এবংএর ধারবাহিকতায় টাওয়ার হ্যামলেটস এর কমিউনিটিকে নিয়ে কাজ করা  বীরদের বাঁচিয়ে রাখার চেষ্টা থাকবে ৷ কাউন্সিলার সাবিনা আক্তার বিষয়টি নিয়ে প্রদক্ষেপ গ্রহণে সংক্রিয় হবেন বলে আশ্বাস দেন ।

স্বাধীনতা টাস্ট্রের আনসার আহমদ উল্লাহ বলেন- আমরা মূলধারার নিজেদের অবস্থান জানান দিয়েছি ৷ বর্ণবাদ ও কমিউনিটি গঠনে যাদের প্রত্যক্ষ অবদান রয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আহবান জানিয়েছি ৷ এতে ইতিহাস সমৃদ্ধ হবে ৷

স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন এধরণের ক্যাম্পেইন বহুজাতিক সংস্কৃতিতে অন্যতম উদাহরণ বলে মন্তব্য করেন ।

প্রসঙ্গত ইতিমধ্যে বিষয়টি নিয়ে মেয়র জন বিগসকে প্রস্তাবনা দেওয়া হয়েছে ৷ ( বিজ্ঞপ্তি)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন