ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইংল্যান্ডে বন্দুক হামলা: ছয়জন নিহত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • / 963
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্লিমাউথ শহরে বৃহস্পতিবার (১২ আগষ্ট) বন্দুক হামলার ঘটনায় এক শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সেখানকার পুলিশ নিশ্চিত করেছে, গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।সে একজন শেতাঙ্গ ও স্থানীয়ভাবে তার নাম জ্যাক ডেভিসন।স্থানীয় পার্লামেন্ট সদস্য লিউক পোলার্ড জানিয়েছেন নিহতদের এক জনের বয়স দশ বছরেরও কম।

যুক্তরাজ্যে এই ধরনের হামলার ঘটনা বেশ বিরল। দেশটির বন্দুক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর। ২০১০ সালের পর দেশটিতে এই ধরনের হামলার ঘটনা ঘটেনি।

ডেভন ও কর্নওয়েল পুলিশের তরফে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিটে তারা কেইহাম এলাকা থেকে টেলিফোন কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে। বন্দুকের গুলিতে আহত আরেকজনকে ঘটনাস্থলে চিকিৎসা শুরুর পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে।

এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু না জানালেও পুলিশ বলছে একে সন্ত্রাসবাদী সংশ্লিষ্ট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। লন্ডন থেকে প্রায় দুইশ’ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত প্লিমথ একটি বন্দর নগরী।

জ্যাক ডেভিসন

আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কঠোর আইন থাকায় বন্দুকের গুলিতে যুক্তরাজ্যেন নিহত হওয়ার ঘটনা বেশ বিরল। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতিবছর প্রায় ৩০ জন বন্দুকের গুলিতে নিহত হয়। এর চেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে শ্বাসরোধ করে বা আগুনে পুড়ে।

যুক্তরাজ্যে সর্বশেষ ২০১০ সালে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই সময় উত্তরপশ্চিম ইংল্যান্ডের পর্যটন কেন্দ্র লেক ডিস্ট্রিক্ট-এ এক ট্যাক্সি চালক গুলি চালানো শুরু করলে ১২ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়। তারও আগে ১৯৯৬ সালে একটি স্কুলের ব্যায়ামাগারে ঢুকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি গুলি চালানো শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ডে বন্দুক হামলা: ছয়জন নিহত

আপডেট সময় : ০৮:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১

যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্লিমাউথ শহরে বৃহস্পতিবার (১২ আগষ্ট) বন্দুক হামলার ঘটনায় এক শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সেখানকার পুলিশ নিশ্চিত করেছে, গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।সে একজন শেতাঙ্গ ও স্থানীয়ভাবে তার নাম জ্যাক ডেভিসন।স্থানীয় পার্লামেন্ট সদস্য লিউক পোলার্ড জানিয়েছেন নিহতদের এক জনের বয়স দশ বছরেরও কম।

যুক্তরাজ্যে এই ধরনের হামলার ঘটনা বেশ বিরল। দেশটির বন্দুক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর। ২০১০ সালের পর দেশটিতে এই ধরনের হামলার ঘটনা ঘটেনি।

ডেভন ও কর্নওয়েল পুলিশের তরফে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিটে তারা কেইহাম এলাকা থেকে টেলিফোন কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে। বন্দুকের গুলিতে আহত আরেকজনকে ঘটনাস্থলে চিকিৎসা শুরুর পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে।

এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু না জানালেও পুলিশ বলছে একে সন্ত্রাসবাদী সংশ্লিষ্ট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। লন্ডন থেকে প্রায় দুইশ’ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত প্লিমথ একটি বন্দর নগরী।

জ্যাক ডেভিসন

আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কঠোর আইন থাকায় বন্দুকের গুলিতে যুক্তরাজ্যেন নিহত হওয়ার ঘটনা বেশ বিরল। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতিবছর প্রায় ৩০ জন বন্দুকের গুলিতে নিহত হয়। এর চেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে শ্বাসরোধ করে বা আগুনে পুড়ে।

যুক্তরাজ্যে সর্বশেষ ২০১০ সালে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই সময় উত্তরপশ্চিম ইংল্যান্ডের পর্যটন কেন্দ্র লেক ডিস্ট্রিক্ট-এ এক ট্যাক্সি চালক গুলি চালানো শুরু করলে ১২ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়। তারও আগে ১৯৯৬ সালে একটি স্কুলের ব্যায়ামাগারে ঢুকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি গুলি চালানো শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়।