­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «   আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «  

বার্সেলোনায় প্রবাসী ভি,আই,পি ক্লাব,মাদারীপুরের আলোচনা সভা



বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনায় স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে প্রবাসী ভি,আই,পি ক্লাব মাদারীপুরের বার্সেলোনার সদস্যদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

তৌফিকুজ্জামান সহজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সুচনা বক্তব্য রাখেন প্রবাসী ভি,আই,পি ক্লাব বার্সেলোনা শাখার উদ্যোগক্তা মোঃ শফিক খান। তিনি প্রবাসী ভি,আই,পি ক্লাব মাদারীপুর এর বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং বলেন তাদের এই ক্লাবের সদস্য আছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় ২০টি দেশে। প্রবাস থেকে তারা বিভিন্ন সময় এই সংগঠনের মাধ্যমে তাদের মাদারীপুর জেলার গরীব দুস্থ অসহায় পঙ্গু মানুষদের জামা কাপড়, কম্বল, হুইলচেয়ার সহ আর্থিক সাহায্য করে যাচ্ছেন।

এসময় বক্তব্য রাখেন সোহাগ মুন্সী,শামিম খান, ফরাজী সুহেল, ফয়সল আহমদ,শিপলু হাওলাদার,মোঃরুমি,তানবির হাসান কচি,আতাউর রহমান শাহিন,মোঃহান্নান ফকির,মোঃশফিকুল ইসলাম,মোঃনাজমুল ইসলাম সোভন,মাসুদ রানা,বাদল হাওলাদার,ফারুক বয়াতী সহ স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মিরন নাজমুল,লায়েবুর রহমান,জাফর আহমদ সহ কমিউনিটি নেতা আবুতালেব আল মামুন লাবু সহ আরো অনেকে।

উপস্থিত বক্তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে এই ক্লাবের শাখা থাকলেও স্পেনের বার্সেলোনায় এখনো কুনো কমিঠি বা শাখা নেই তাই তারা চায় খুব শিগ্রীই বার্সেলোনায় একটি কমিটি করে তাদের এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাড়াতে চায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন