ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লন্ডনে ‘মৃধা শো’র প্রথম বর্ষপূর্তি উৎসব উৎযাপিত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০১:১৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • / 909
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মৃধা শো’ ব্রিটেনে অনলাইন টেলিভিশনের দর্শক নন্দিত জনপ্রিয় একটি অনুষ্ঠান। শত ব্যস্ততা ও প্রতিকূলতার মাঝেও   নতুন নতুন অতিথি এবং নতুন নতুন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে পথ চলার এক বছর পূর্তি অনুষ্ঠান উৎযাপন অনুষ্ঠিত হয়।

১৯শে জুন বিকাল ৫টায় ইস্ট লন্ডনের লন্ডন বাংলা ভয়েজ পেইজ অফিসে এমএএইচ অনলাইন টিভির সিইও বিশিষ্ট আইনজীবি মোহাম্মেদ আব্দুল হামিদ টিপুর সভাপতিত্বে ও সাংবাদিক মো: রেজাউল করিম মৃধার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন কয়েস এবং মোসাম্মদ জিনাত আরা জায়েদ ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার  আহবাব হোসেন।প্রধান বক্তা ছিলেন সাংবাদিক আব্দুল মুমিন ক্যারল। বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল বাসিদ রাফি, কমিউনিটি এ্যাক্টিভিস্ট দিলু চৌধুরী ।উপস্থিত অতিথিবৃন্দ কেক কেঁটে ‘মৃধা শো’র  বর্ষপূর্তি   উৎযাপন করেন।

অনলাইনে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সিনিয়র সাংবাদিক উদয় সংকর দাস, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার, শিক্ষক আফসার উদ্দিন এমবিই , সাংবাদিক মকিস মনসুর,সাংবাদিক তৌফিক মিনার, কবি সাহিত্যিক আবু সুফিয়ান চৌধুরী , হাওয়া টিভির প্রেজেন্টার শাহনুর ,সাংবাদিক মোহাম্মদ কাউসার, শিক্ষক সিরাজুল বাসিদ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী সাঈদা চৌধুরী , কমিউনিটি এক্টিভিস্ট আনোয়ার খান সহ  অনেকে। এছাড়া বহু দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

বক্তারা মৃধা শো’র সাফল্য তুলে ধরে বলেন, ২০২০ সালের ২০শে জুন থেকে প্রতি শনিবার এমএএইচ লন্ডন টিভি ও লন্ডন বাংলা ভয়েজ পেইজে নিয়মিত অনুষ্ঠান করে আসছে।  কোন ছন্দপতন ঘটেনি।প্রতি শনিবার নিয়মিত  প্রোগ্রাম হয়েছে।কোন কোন শনিবার দুটি করে প্রোগ্রাম করা হয়েছে।

বাংলাদেশ সহ পৃথিবীর  বিভিন্ন দেশ থেকে  বাংলাভাষি অতিথিরা অংশ গ্রহন করেছেন। প্রতিটি অনুষ্ঠান   ব্যতিক্রমভাবে, ভিন্ন সাজে ও ভিন্ন ভিন্ন ইমেজে সাজানো হয়। তুলে ধরা হয় সমাজের অসংগতি ,সেই সাথে সংস্কৃতি বিকাশে এবং আলোকিত অর্জন তুলে ধরা হয়।মৃধা শো  তার নিজস্ব সক্রিয়তা আগামীতেও অব্যাহত রাখবে বলে সকলে প্রত্যাশা করেন।

অনুষ্সঠানে কেক কেটে কল দর্শক  ও অতিথি এবং শুভাকাঙ্খীদের  ধন্যবাদ জানিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান সমাপ্ত  করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডনে ‘মৃধা শো’র প্রথম বর্ষপূর্তি উৎসব উৎযাপিত

আপডেট সময় : ০১:১৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

‘মৃধা শো’ ব্রিটেনে অনলাইন টেলিভিশনের দর্শক নন্দিত জনপ্রিয় একটি অনুষ্ঠান। শত ব্যস্ততা ও প্রতিকূলতার মাঝেও   নতুন নতুন অতিথি এবং নতুন নতুন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে পথ চলার এক বছর পূর্তি অনুষ্ঠান উৎযাপন অনুষ্ঠিত হয়।

১৯শে জুন বিকাল ৫টায় ইস্ট লন্ডনের লন্ডন বাংলা ভয়েজ পেইজ অফিসে এমএএইচ অনলাইন টিভির সিইও বিশিষ্ট আইনজীবি মোহাম্মেদ আব্দুল হামিদ টিপুর সভাপতিত্বে ও সাংবাদিক মো: রেজাউল করিম মৃধার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন কয়েস এবং মোসাম্মদ জিনাত আরা জায়েদ ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার  আহবাব হোসেন।প্রধান বক্তা ছিলেন সাংবাদিক আব্দুল মুমিন ক্যারল। বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল বাসিদ রাফি, কমিউনিটি এ্যাক্টিভিস্ট দিলু চৌধুরী ।উপস্থিত অতিথিবৃন্দ কেক কেঁটে ‘মৃধা শো’র  বর্ষপূর্তি   উৎযাপন করেন।

অনলাইনে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সিনিয়র সাংবাদিক উদয় সংকর দাস, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার, শিক্ষক আফসার উদ্দিন এমবিই , সাংবাদিক মকিস মনসুর,সাংবাদিক তৌফিক মিনার, কবি সাহিত্যিক আবু সুফিয়ান চৌধুরী , হাওয়া টিভির প্রেজেন্টার শাহনুর ,সাংবাদিক মোহাম্মদ কাউসার, শিক্ষক সিরাজুল বাসিদ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী সাঈদা চৌধুরী , কমিউনিটি এক্টিভিস্ট আনোয়ার খান সহ  অনেকে। এছাড়া বহু দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

বক্তারা মৃধা শো’র সাফল্য তুলে ধরে বলেন, ২০২০ সালের ২০শে জুন থেকে প্রতি শনিবার এমএএইচ লন্ডন টিভি ও লন্ডন বাংলা ভয়েজ পেইজে নিয়মিত অনুষ্ঠান করে আসছে।  কোন ছন্দপতন ঘটেনি।প্রতি শনিবার নিয়মিত  প্রোগ্রাম হয়েছে।কোন কোন শনিবার দুটি করে প্রোগ্রাম করা হয়েছে।

বাংলাদেশ সহ পৃথিবীর  বিভিন্ন দেশ থেকে  বাংলাভাষি অতিথিরা অংশ গ্রহন করেছেন। প্রতিটি অনুষ্ঠান   ব্যতিক্রমভাবে, ভিন্ন সাজে ও ভিন্ন ভিন্ন ইমেজে সাজানো হয়। তুলে ধরা হয় সমাজের অসংগতি ,সেই সাথে সংস্কৃতি বিকাশে এবং আলোকিত অর্জন তুলে ধরা হয়।মৃধা শো  তার নিজস্ব সক্রিয়তা আগামীতেও অব্যাহত রাখবে বলে সকলে প্রত্যাশা করেন।

অনুষ্সঠানে কেক কেটে কল দর্শক  ও অতিথি এবং শুভাকাঙ্খীদের  ধন্যবাদ জানিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান সমাপ্ত  করা হয়।