যুক্তরাজ্য প্রবাসী বড়লেখা উপজেলার মুড়াউল গ্রামের বিশিষ্ট সমাজকর্মী , ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জালাল আহমদ চৌধুরী ৩জুন বৃহস্পতিবার রাত ১১টায় নিজ বাসায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ছিলেন বলে তার পারিবারিক সূত্র ৫২বাংলাকে জানিয়েছে।
জালাল আহমদ চৌধুরী ক্যামব্রিজের বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি সংগঠক জাকির চৌধুরী রাসেল এর চাচা।
সদা হাস্যজ্জ্বল ও পরোপকারী জালাল আহমদ চৌধুরী দীর্ঘ দিন থেকে ক্যামব্রিজে বসবাস করছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। তার পিতার নাম আফতাব আলী চৌধুরী। তিনি স্ত্রী, ২পুত্র সন্তান রেখে গেছেন। জালাল আহমদ চৌধুরী দেশে এবং যুক্তরাজ্যে বিভিন্ন সামাজিক ও চ্যারিটেবল সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি সৃজনশীল লেখালেখিও করতেন।
মরহুমের পরকালীর শান্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কমনা করেছেন তার ভাগনা ৫২বাংলা টিভির হেড অফ কমিউনিকেশন ফরহাদ হোসেন টিপু।