সদ্য প্রয়াত তিন বিশিষ্টজনের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল
আয়োজক বিয়ানীবাজার পৌরসভা
- আপডেট সময় : ১০:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / 1564
সদ্য প্রয়াত বিয়ানীবাজারের তিন বিশিষ্টজনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিয়ানীবাজার পৌরসভা। ২৩ মে,সোমবার বাদ যোহর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর।
মাহফিলে সদ্য প্রয়াত বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: নাজিম উদ্দিনের পিতা আব্দুল মতলিব, বিয়ানীবাজার সদর ও মুড়িয়া ইউনিয়নের সাবেক সেক্রেটারি, গোলাবশাহ্ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খালিদ উদ্দিন এবং বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ও এবি মিডিয়া গ্রুপের সিএফও আব্দুল আহাদ (এম সিন উদ্দিন) এর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন ফতেহপুর হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ছালেহ আহমদ বাবুল, গ্রেটার সুপাতলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি অজি উদ্দিন, ইসলামী আলোচক মাওলানা নুরুল ইসলাম জিহাদি, আব্দুল বাছিত টিপু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এবি মিডিয়া গ্রুপের সিওও আহমেদ ফয়সাল, পৌর কাউন্সিলর ছাইফুল আলম ঝুনু, নাজিম উদ্দিন, শাহাব উদ্দিন, আকছার হোসেন, মিসবাহ উদ্দিন, আব্দুর রহমান আফজল, সাংবাদিক শাহীন আলম হৃদয়, এবি টিভি ও বিয়ানীবাজার নিউজ২৪ এর বার্তা সম্পাদক শহিদুল ইসলাম সাজু ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




















