মহামারী করোনার মধ্যে সর্বোচ্চ সতর্কতা ও সরকারী নিয়মনীতি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালন করেছে স্পেনের টেনেরিফের প্রবাসী বাংলাদেশীরা।সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার স্পেনসহ ইউরোপের প্রতিটি দেশে পালিত হয়েছে ঈদ-উল-ফিতর।
করোনা ভাইরাসের কারনে গতবারের ন্যায় এইবছর টেনেরিফে বাইরে খোলা মাঠে ঈদের নামাজের অনুমতি মিলেনি তাই বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় স্পেনের টেনেরিফের লসকিসটানোর মসজিদ আল সুন্নাহে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়,প্রথম জামাত ৭.৩০ এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় ৮.৩০। এসময় টেনেরিফে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি এশিয়া,আফ্রিকা,আরবিসহ বিভিন্ন দেশের ধর্মপ্রান মুসলমানরা নামাজে অংশগ্রহণ করেন।
ঈদের নামাজ শেষে মুসলিম বিশ্বের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির কামনাসহ করোনা মহামারি থেকে মুক্তি ফিলিস্তিনের মুসলমানদের জন্য মহান রবের কাছে দোয়া করা হয়। এরপর প্রবাসীরা একে অপরের সাথে সাস্থ্যবিধি মেনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।