স্পেনে বাংলাদেশী কমিউনিটির প্রথম প্রজন্ম বসবাস করছেন। এখানে ধরে ধীরে অন্যান্য কমিউনিটির সাথে বাংলাদেশী প্রবাসীরা নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করছেন। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায়ও বাংলাদেশীরা অন্যান্য কমিউনিটির তুলনায় নানা ক্ষেত্রে এগিয়ে আছেন।
বার্সেলোনায় প্রবাসী জয়নাল আহমদ তেমনই একজন। প্রায় দেড় যুগ থেকে স্থায়ীভাবে পরিবার নিয়ে বার্সেলোনায় বসবাস করছেন।
উদ্যোমী জয়নাল আহমদ মূলত সুপার মার্কেট ব্যবসার সাথে জড়িত। বার্সেলোনা শহরে তার প্রতিষ্ঠিত তিনটি আলিমেন্তাসিয়ন সুপার মার্কেট ব্যবসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে মূলত এশিয়ান সকল ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও স্পেনীশ খাদ্যদ্রব্য ও পানীয় সুলভে পাওয়া যায়।
জয়নাল আহমদ ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের সাথে জড়িত। বর্তমানে তিনি বার্সেলোনা সুপারমার্কেট এসোসিয়েশন এর আহবায়ক কমিটির সিনিয়র সদস্য,বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনীয়ার সহ-সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ এসোসিয়েশন এন কাতালোনীয়ার সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। করোনা পেনডামিক শুরু পরবর্তি লকডাউন সময়ে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কমিউনিটির সকলের পাশে থেকে থেকেছেন।
জয়নাল আহমদ করোনাকালীন এই সময়ে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে স্পেনে বাংলাদেশী কমিউনিটি সহ দেশে এবং প্রবাসের সকল বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন । এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বের যেসকল প্রবাসী বাংলাদেশী মুত্যু বরণ করেছেন তাদের পরোকালীন শান্তি এবং বিশ্বব্যাপী সকল আক্রান্তদের রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
আত্নপ্রত্যয়ী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আহমদ এর দেশের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়নের বনগ্রামে।