বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কুড়ারবাজার ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১০:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / 773
[youtube]a6ZAVZcRf1g[/youtube]
করোনাকালীন সময়ে সুবিধাবঞ্চিত ও দু্স্থদের সহায়তার লক্ষ্যে পবিত্র রমজানে নিজ অঞ্চলে খাদ্য সামগ্রী সহায়তা করছে যুক্তরাজ্যস্থ সিলেট বিয়ানীবাজারবাসীর সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ধারাবাহিক খাদ্য বন্টনের অংশ হিসাবে ৫নং কুড়ারবাজার ইউনিয়নে ৭৮টি পরিবারে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল বৃহস্পতিবার কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ট্রাস্ট্রের ফুডপ্যাক তুলে দেন পরিষদের চেয়ারম্যান এ এম এফ তাহের। তিনি ঘরবন্দি ও কর্মহীন দুস্থদের মুখে সাধ্যমতো হাসি ফোটানোর জন্য প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘হ্যান্ডস ফর হেল্প’ -শ্লোগাণ নিয়ে সামাজিক সেবা মূলক সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আর্তমানবতার সেবায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। করোনাকালীন এই সময়ে, পবিত্র রমজান মাসে সংগঠনটির খাদ্য সহায়তা পেয়ে নিডি মানুষরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের কল্যাণে প্রার্থনার কথাও জানিয়েছেন। বলেছেন, রমজান মাসে এই উপহার তাদের জন্য কিছুটা হলেও চিন্তামুক্ত রাখবে।
এদিকে ট্রাস্ট্রের সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু ও কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন প্রবাসে করোনাকালীন সংকটময় সময়ের মধ্যেও মানবিক সেবামূলক এই কার্যক্রমে সংগঠনের সকল ট্রাস্ট্রির আন্তরিক সহায়তার জন্য ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেছেন- সকলের আন্তরিক সহযোগিতায় এই ব্যয়বহুল মানবিক কাজটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এবং যা প্রকৃত সুবিধা বঞ্চিতরা পেয়ে, তাদের আনন্দ-অনুভূতির কথা ব্যক্ত করেছেন। বাংলাদেশে এই কার্যক্রমটি পরিচালনায় স্বেচ্ছাসেবক ও অতিথিবৃন্দদের প্রতিও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।



















