­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র শেওলা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ



‘হ্যান্ডস ফর হেল্প’ -শ্লোগাণ কে সামনে রেখে যুক্তরাজ্যে সিলেট বিয়ানীবাজারবাসীর  সামাজিক সেবা মূলক সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনাকালীন এই সময়ে, পবিত্র রমজান মাসে  সংগঠনটি নিজ অঞ্চলের  অসহায় ও দুস্থদের পাশে দাড়িয়েছে খাদ্য সহায়তা নিয়ে।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ২০ এপ্রিল মঙ্গলবার ৪নং শেওলা ইউনিয়নে ৭০টি পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের রমজানের এই  উপহার।
শেওলা ইউনিয়ন কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের  মাধ্যমে এই ফুডপ্যাক তুলে দেন ৪নং শেওলা ইউনিয়নের চেয়ারম্যান মো জহুর উদ্দিন।

পরে ইউনিয়ন পরিষদের সম্মুখে, শেওলা বাজার ও দুবাগ পয়েন্টে ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধিদের মাধ্যমেও  অসহায় ও দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। সরকার ঘোষিত করোনাকালীন লকডাউন সময়ে কর্মহীন ও দুস্থ মানুষ ট্রাস্ট্রের খাদ্য সহযোগিতা পেয়ে  কৃতজ্ঞতা  জানিয়েছেন। যেসব প্রবাসীর দানে তাদের ঘরে খাবার পৌছেছে, তাদেরকে তারা  দোয়ায় রাখবেন বলে বলেছেন বার বার। দান গ্রহনের সময় তাদের চোখে ও  মুখে ছিল ধন্যবাদ ও কৃতজ্ঞতাবোধের  ছাপ।

আব্দুল করিম নাজিম,ফরহাদ হোসেন টিপু ও ইফতেখার আহমদ শিপনের নেতৃত্বাধীন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে করোনা প্যানডামিক সময়ের এই রমজানে নিজ অঞ্চল বিয়ানীবাজারে ১০টি ইউনিয়ন ও একটি পৌর সভায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত রমজানের উপহার হিসাবে প্যাকেটে ছিল চাল,ডাল,আলু,পিয়াজ,ছোলা,তেল,লবণ,সাবান ও শিশুদের জন্য চকলেট।

এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, নবউদ্দামের পরিচালক  শুয়াইবুর রহমান স্বপন, ৫২বাংলার পূর্বাঞ্চল প্রতিনিধি ইবাদুর রহমান জাকির, ভয়েজ অব বিডির পরিচালক মো.ওমর ও সাংবাদিক রুহেল আহমদ প্রমুখ।

প্রসঙ্গত  সিলেট বিয়ানীবাজার উপজেলার যুক্তরাজ্যবাসীদের সামাজিক সেবা ও কল্যালমূলক সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে ইতিমধ্যে  উপজেলার আলীনগর, চারখাই ও দুবাগ ইউনিয়নে রমজান মাসের খাদ্য সহায়তা আনুষ্ঠানিকভাবে প্রদান করেছে।এবং ধারাবাহিকভাবে বাকী উপজেলাতেও অসহায় ও দুস্থদের হাতে তুলে দেবার উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে ট্রাস্ট্রের সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু ও কোষাধ্যক্ষ ইফতেখার  আহমদ শিপন রমজান মাসে ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সংগঠনের সকল ট্রাস্ট্রির আন্তরিক সহায়তা ও বাংলাদেশে খাদ্য বিতরণে সম্পৃক্ত অতিথি ও স্বেচ্ছাসেকদের প্রতিও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন