সংবাদ শিরোনাম :
রমজান উপলক্ষে আমিরাতের রাস আল খাইমাতে পাবলিক জরিমানার উপর ৫০ শতাংশ ছাড়
৫২ বাংলা
- আপডেট সময় : ০৪:১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / 915
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে সরকারি বা বেসরকারিভাবে জনগণকে বিভিন্ন সুযোগ সুবিধা ও জরিমানা মওকুফ এর মত সুযোগ দেয়া হয় ।
এবার ও তার ব্যতিক্রম ঘটেনি । আমিরাতের রাস আল খাইমার বাসিন্দাদের জন্য পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন জরিমানার মাত্র ৫০শতাংশ প্রদান করে পরিশোধ করা যাবে ।
মঙ্গলবার রাস আল খাইমার জনসেবা বিভাগ এই ঘোষণা দেয়। এই উদ্যোগটি পবিত্র রমজান মাস উপলক্ষে চালু করা হয়েছে। জনসেবা বিভাগটি উল্লেখ করেছে যে, গ্রাহকরা এবং কমিউনিটির সুবিধার্থে পবিত্র রমজান মাস উপলক্ষে তারা উদ্যোগটি গ্রহণ করেছে ।
কর্মকর্তারা বলেন যে ,আইন লঙ্গনকারীদের উপর জরিমানা আরোপের মূল লক্ষ্য হ’ল নিয়ম মেনে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে কমিউনিটির সবাইকে সচেতন করা।























