­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

গোলাপগঞ্জের বরায়া উত্তরভাগে প্রবাসীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ



পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে আব্দুল আজিজ ও কনই বিবি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফারুক আলীর অর্থায়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১০ মার্চ) সকাল ১১টায় এ ইউনিয়নের বরায়া উত্তরভাগ গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আব্দুল আজিজ ও কনই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারি কারণে সারাবিশ্বের মানুষ বিপর্যস্ত। দেশের প্রবাসীরাও রয়েছেন বিপদে। করোনায় আক্রান্ত হয়ে অনেক প্রবাসী মারাও গেছেন। এত বিপদের মধ্যে থেকেও প্রবাসীরা দেশের গরীব দুঃখী অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন ।

তিনি হতদরিদ্রদের পাশে প্রবাসীদের মত দেশের বিত্তবানদের পাশে দাড়ানোর আহবান জানিয়ে বলেন, সরকার দেশের মানুষকে সাধ্যমতো সাহায্য করে যাচ্ছে। এই করোনা মহামারী মোকাবিলা করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

ছাত্র নেতা মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আব্দুর রহমান খাঁন সুজা, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।

রায়হান হোসেন বদরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ছাত্রলীগ’র সাংগঠনিক সম্পাদক জামিল তালুকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আফরুজ মিয়া, ফয়ছল আহমেদ জীবন, খালেদ আহমেদ, কামাল মিয়া, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য ফাহিম আহমদ প্রমুখ।

যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক, আব্দুল আজিজ ও কনাই বিবি মেমোরিয়েল ট্রাস্ট এর চেয়ারম্যান মো: ফারুক আলী অনুস্টান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করতে পারায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে হতদরিদ্র ও অসহায় ১২০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন