সংবাদ শিরোনাম :
বানিয়াচংয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু
৫২ বাংলা
- আপডেট সময় : ১২:০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / 842
হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে পড়ে গিয়ে ২ বছর বয়সের শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা কুশিয়ারা নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
একই ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মোশাহিদ মিয়ার শিশু কন্যা সাথী আক্তার(২) নানার বাড়ী বাতাকান্দিতে মায়ের সাথে বেড়াতে এসেছিলো।ঘটনার সময় অন্যান্য শিশুদের সাথে নদীর পাড়ে খেলারত অবস্থায় সাথী আক্তার সকলের অগোচরে নদীতে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন অনেক সময় খোজাখুজি করে নদী থেকে সাথীর মৃতদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য আকবর হোসেন রাজু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লোকমুখে শুনেছি একজন শিশু বাচ্চা মারা গেছে। তবে শিশুটির বাবার বাড়ী অন্য ওয়ার্ডে।




















