ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক ‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী হত্যা করেনি’  চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ঢাবিতে ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’, জুতা নিক্ষেপ লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি ১৬ ডিসেম্বর গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচারের দাবি জগন্নাথ হলের সড়কে ছাত্রদের আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা: নিহত ৬ বাংলাদেশি বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত আখতারুজ্জামানকে দলে নিল জামায়াত

আবুধাবিতে বাংলাদেশের শাহেদ আহমেদ জিতলেন ২৩কোটি টাকার লটারি
৩৫ বছর ধরে তিনি লটারী জয়ের আশায় টিকিট কিনছেন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৫১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / 2191
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ তিন যুগের বেশী সময় থেকে যেন একটি  ধ্যানে মগ্ন ছিলেন তিনি। কখন জুটে সোনার হরিণ! অবশেষে প্রবাসী শাহেদ আহমেদ এর হাতে ধরা দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী  শাহেদ আহমেদ মৌলভিফায়েজ আবুধাবিতে  র‌্যাফেল ড্র ‘বিগ টিকিট’–এ অংশ নিয়ে  প্রথম পুরস্কার এক কোটি দিরহাম জিতেছেন ।

৩ এপ্রিল শনিবার এই  র‌্যাফেল  ড্রতে জিতে নেয়া পুরস্কার  বাংলাদেশি মুদ্রায়  ২৩ কোটি টাকারও বেশি।

বিজয়ী সাহেদ জানিয়েছেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি লটারী জয়ের আশায় টিকিট কিনে আসছেন। তিনি বলেন, ভাগ্য এক সময় ধরা দেবে এই আশাতেই বছরের পর বছর ধরে লটারির টিকিট কিনে গেছেন তিনি।

৫৫ বছর বয়সী শাহেদ আহমেদ মৌলভিফায়েজ আবুধাবির আল আইন এলাকায় থাকেন। একটি গ্যারেজের মালিক তিনি। শাহেদ আহমেদ বলেন, ‘আমি খুব খুশি। এই প্রথম আমি জিতেছি। টিকিটটি আমি নিজেই কিনেছি। এতে কারও অংশ নেই। আমাদের জীবনই পাল্টে যাবে।’

শাহেদ আহমেদ জানান, এই অর্থ দিয়ে তিনি দেশে থাকা তাঁর স্ত্রী, তিন মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে চান। এ ছাড়া দেশে একটি বাড়ি করারও ইচ্ছা আছে তাঁর। আবুধাবির ব্যবসা বড় করবেন, ছেলের পড়াশুনায় খরচ করবেন।

শাহেদ আহমেদের বাড়ি চট্টগ্রামে। ১৫ বছর বয়সে আবুধাবিতে পাড়ি জমান তিনি। প্রায় ৪০ বছর ধরে সেখানে আছেন। আবুধাবিতে তাঁর সঙ্গে তাঁর এক ছেলে (২৫) থাকেন।

প্রসঙ্গত,  ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালু হয় এই বিগ টিকিট রাফেল ড্র। এই রাফেল ড্রর মাধ্যমে ১০টি পুরস্কার দেওয়া হয়, দ্বিতীয় পুরস্কার ৫০ লাখ দিরহাম জিতেছেন বাহরাইন থেকে আসা ভারতীয় প্রবাসী রমণ মোহন ।

 

আমিরাতে জামাতে তারাবির নামাজ আদায়ে সরকারী নির্দেশনা

 

[youtube]-mrBMSXfusw[/youtube]

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবুধাবিতে বাংলাদেশের শাহেদ আহমেদ জিতলেন ২৩কোটি টাকার লটারি
৩৫ বছর ধরে তিনি লটারী জয়ের আশায় টিকিট কিনছেন

আপডেট সময় : ০৩:৫১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১

দীর্ঘ তিন যুগের বেশী সময় থেকে যেন একটি  ধ্যানে মগ্ন ছিলেন তিনি। কখন জুটে সোনার হরিণ! অবশেষে প্রবাসী শাহেদ আহমেদ এর হাতে ধরা দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী  শাহেদ আহমেদ মৌলভিফায়েজ আবুধাবিতে  র‌্যাফেল ড্র ‘বিগ টিকিট’–এ অংশ নিয়ে  প্রথম পুরস্কার এক কোটি দিরহাম জিতেছেন ।

৩ এপ্রিল শনিবার এই  র‌্যাফেল  ড্রতে জিতে নেয়া পুরস্কার  বাংলাদেশি মুদ্রায়  ২৩ কোটি টাকারও বেশি।

বিজয়ী সাহেদ জানিয়েছেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি লটারী জয়ের আশায় টিকিট কিনে আসছেন। তিনি বলেন, ভাগ্য এক সময় ধরা দেবে এই আশাতেই বছরের পর বছর ধরে লটারির টিকিট কিনে গেছেন তিনি।

৫৫ বছর বয়সী শাহেদ আহমেদ মৌলভিফায়েজ আবুধাবির আল আইন এলাকায় থাকেন। একটি গ্যারেজের মালিক তিনি। শাহেদ আহমেদ বলেন, ‘আমি খুব খুশি। এই প্রথম আমি জিতেছি। টিকিটটি আমি নিজেই কিনেছি। এতে কারও অংশ নেই। আমাদের জীবনই পাল্টে যাবে।’

শাহেদ আহমেদ জানান, এই অর্থ দিয়ে তিনি দেশে থাকা তাঁর স্ত্রী, তিন মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে চান। এ ছাড়া দেশে একটি বাড়ি করারও ইচ্ছা আছে তাঁর। আবুধাবির ব্যবসা বড় করবেন, ছেলের পড়াশুনায় খরচ করবেন।

শাহেদ আহমেদের বাড়ি চট্টগ্রামে। ১৫ বছর বয়সে আবুধাবিতে পাড়ি জমান তিনি। প্রায় ৪০ বছর ধরে সেখানে আছেন। আবুধাবিতে তাঁর সঙ্গে তাঁর এক ছেলে (২৫) থাকেন।

প্রসঙ্গত,  ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালু হয় এই বিগ টিকিট রাফেল ড্র। এই রাফেল ড্রর মাধ্যমে ১০টি পুরস্কার দেওয়া হয়, দ্বিতীয় পুরস্কার ৫০ লাখ দিরহাম জিতেছেন বাহরাইন থেকে আসা ভারতীয় প্রবাসী রমণ মোহন ।

 

আমিরাতে জামাতে তারাবির নামাজ আদায়ে সরকারী নির্দেশনা

 

[youtube]-mrBMSXfusw[/youtube]