ডুমুরিয়ার শাহপুরে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা
- আপডেট সময় : ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / 855
ডুমুরিয়ার শাহপুরে স্বাস্থ্য বিধি না মানায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরায় ডুমুরিয়ার শাহপুরে ৪ পথচারীকে ২ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এক হোটেল মালিকে ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল ডুমুরিয়া থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ জানান, করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরায় চার পথচারীকে ২ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এক হোটেল মালিকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



















