স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (২৬ মার্চ) সকালে দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠানের শুরুতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাসের কর্মকর্তা ও কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর অস্থায়ী শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ উপলক্ষ্যে কেক কাটা হয়। জাতির জনক ও তার পরিবার সহ সকল শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় দিবসটিতে দেয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্যদের বাণী পাঠ করেন শোনান দূতাবাসের কর্মকর্তা গণ। আলোচনা সভায় কুয়েতের বাংলাদেশি বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতারা বক্তব্য প্রদান করেন। এসময় বাংলাদেশি সংবাদকর্মীরা সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।