বাংলাদেশের মহান স্বাধীনতার অর্ধশতবার্ষিকী উপলক্ষ্যে নর্থ ইংল্যান্ড বাংলাদেশ টিভি রিপোর্টার্স এসোসিয়েশ’র (নেবট্রা) উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ) রাত এগারোটার সময় এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে এ আলোচনা সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক তৈয়বুর রহমান শ্যামল ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন এনটিভি’র নর্থ ওয়েষ্ট প্রতিনিধি দেলওয়ার হোসেন শিবলি ।মহান মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী শহীদদের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
সুদীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক সার্থকতা-ব্যর্থতার প্রসংগ বক্তাদের আলোচনায় উঠে আসে। একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকল শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ হবার বিকল্প কোন পথ নেই বলে আলোচনায় উল্লেখ করা হয় । আলোচনায় বক্তারা বলেন, ব্রিটেন তথা প্রবাসী বাংলাদেশীরাও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সেই একাত্তরের মতোই আবারও জেগে উঠতে হবে ঐক্যবদ্ধ হয়েই ।
আলোচনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ফারুক যোশী, গণি চৌধুরী, সহসভাপতি এমজি কিবরিয়া, মোহাম্মদ সিপার মিয়া, যুগ্ম সাধারণসম্পাদক মওদুদ আহমেদ , কোষাধ্যক্ষ দিলওয়ার হোসাইন শিবলী,সাংগঠনিক সম্পাদক শাহকাইয়ুম, সহসাংগঠনিক সম্পাদক শাহ মোবাশ্বিরআলী, প্রেস এবংপাবলিসিটি সৈয়দ মিজান,অফিস সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য এবংসংস্কৃতি সম্পাদক আমিনুল হক ওয়েছ, স্পোর্টস সম্পাদক খালেদ আহমেদ, ও কার্যকরী কমিটির সদস্য আমিনবাবর চৌধুরী, ফয়জুন নুর সহ অন্যান্যরা।
এছাড়া সভায় সংগঠনের কার্যক্রম কে আরো গতিশীল করতে প্রতিমাসে একটি করে ভার্চুয়াল আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় দিবস এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর আলোচনা সভাশেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ দিয়ে সভাপতি সভাটি সমাপ্ত করেন।