­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

শরীয়তপু‌রের ভে‌জেস্ব‌রে ১শ প্র‌তিবন্ধীর মা‌ঝে হুইল চেয়ার বিতরণ



শরীয়তপু‌রে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২০ মার্চ, শ‌নিবার  দুপু‌রে আলহাজ্ব শাজাহান- রিনা চ্যা‌রি‌টেবল ফাউ‌ন্ডেশনের সহযোগিতায় ‌ভে‌জেস্বর বাজার সংলগ্ন নিজ বা‌ড়ি‌তে ১০০জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

জেলার বি‌ভিন্ন এলাকা থে‌কে প্রকৃত শারীরিক প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের হাতে হুইল চেয়ারগুলো পৌঁছে দিতে সার্বিক সহযোগিতা করেন স্পেন বাংলা‌দেশ চেম্বার অফ কমার্স এর সভাপ‌তি প্রবাসী হাজী এইচ.এম রা‌সেল হাওলাদার।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, ফাউন্ডেশ‌নের নির্বাহী পরিচালক এম.এম রিনা, শাজাহান হাওলাদার, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম এর কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি শ‌হিদুল ইসলাম পাইলট, শরীয়তপুর ই‌লেক্ট্র‌নিক মি‌ডিয়া জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশনের সভাপ‌তি রোকনুজ্জামান পার‌ভেজ সহ স্থানীয় ব্যা‌ক্তিবর্গ।

এসময় স্পেন বাংলা‌দেশ চেম্বার অফ কমার্স এর সভাপ‌তি প্রবাসী হাজী এইচ.এম রা‌সেল হাওলাদার  জানান, তার নিজ অঞ্চল  শরিয়তপুর জেলায় যতজন প্রতিবন্ধি আছেন তাদেরকে খুঁজে বের করে সবাইকে একটি করে হুইল চেয়ার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন প্রতিবন্ধীরা সমাজের বুঝা নয়। সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে সমাজে বসবাস করার অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।  মানবিক ও সেবামূলক কাজে আমি আমার এলাকায় সব সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন