লেবাননের ডামুরে শিলা বেগম নামে এক মহিলা নারীকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।১০ মার্চ বুধবার এই অপমৃত্যুর ঘঠনাটি ঘঠেছে। ওই এলাকায় সবার নিকট শিলা বেগম নামেই পরিচিত ছিলনে এই নারী।
প্রতিবেশিরা জানিয়েছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সন্দেহ করা হচ্ছে।পুলিশ তার কথিত স্বামীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।শিলা বেগম দেশে যাবার জন্য দূতাবাসে নাম নিবন্ধন করেও ভাগ্যের নির্মম পরিহাসে দুনিয়া ছেড়ে চলে যেতে হল।প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে নিহত শিলার পরিচিত জন সহ লেবানন প্রবাসী বাংলাদেশীরা। বিষয় টির রহস্য উদঘাটনে পুলিশ ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছে।