গোলাপগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৬:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / 939
পারিবারিক কলহের জের ধরে সিলেটের গোলাপগঞ্জে স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে প্রাণ গেছে স্ত্রীর। বুধবার (৩ মার্চ) উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও-এ ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী দানা মিয়া (৩৪) কান্দিগাঁও-এর সুনা মিয়ার ছেলে। নিহত স্ত্রীর নাম লাকি বেগম (২৩)।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘাতক স্বামী দানা মিয়াকে ছুরিসহ আটক করেছে ।
এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই দানা ও লাকির মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই মাঝে তারা দু সন্তানের জন্ম দেন। বর্তমানে তাদের ৫ বছরের এক মেয়ে ও ৩ বছরে এক ছেলেসন্তান রয়েছে।
বুধবার পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে দুপুর ১টার দিকে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে উপর্যপুরি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই লাকি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতককে থানায় নিয়ে আসাছে এবং লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


















