গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাঁই, অক্ষত কোরআন শরীফ
- আপডেট সময় : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / 905
সিলেটের গোলাপগঞ্জে এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রুহিন আহমদের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) ভোর ৬টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ কায়স্থগ্রাম (ছনকিত্তায়) এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সাংবাদিক রুহিন আহমদ ।
তিনি জানান, বাড়িতে সকালে সবাই যখন ঘুমে এসময় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সবাই ঘুম থেকে উঠে নিজেরা আগুন নেবানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বাড়ির কেউ হতাহত হন নি তবে ঘরের সব মূল্যবান জিনিসপত্র সহ জরুরী কাগজপত্র পুড়ে গেছে।সবকিছু পুড়লে অক্ষত রয়েছিল পবিত্র কোরআন শরীফ। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়সল জানান, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক ঘন্টা চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।




















