­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

হবিগঞ্জের বানিয়াচংয়ে হিন্দু নারীকে সমাজচ্যুত করে রেখেছেন গ্রাম্য মাতব্বর



হবিগঞ্জের বানিয়াচংয়ে করফুল সরকার(৪৭)নামে এক অসহায় হিন্দু নারীকে বছরের পর বছর একঘরে ঘোষনা দিয়ে সমাজচ্যুত করে রাখার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিদ্যাভূষণ পাড়া গ্রামে।

বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, কয়েক বছর আগে হিন্দু বর্মা নন্দন সরকারের মেয়ে করফুল সরকার পার্শ্ববর্তী এলাকার মুসলমান ধর্মের ছেলে চানপাড়া গ্রামের রবি উল্লার পুত্র কাজল মিয়ার সাথে হিন্দু ধর্ম ত্যাগ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

সেখানে আড়াই বছর সংসার করার পর উভয়ের মধ্যে সাংসারিক সমস্যা দেখা দিলে করফুল সরকার আদালতের মাধ্যমে মুসলমান স্বামীকে তালাক দেন।

পরে এফিডেভিড এর মাধ্যমে নিজ ধর্ম হিন্দুতে ফিরে এসে পুনরায় বাবার বাড়ী বিদ্যাভূষণ পাড়াতে বসবাস শুরু করে মর্যাদার সাথে হিন্দু ধর্ম পালন করে যাচ্ছেন।

কিন্তু বিষয়টিতে বাঁধ সাধে দৈত্য সরকারের পুত্র বিদ্যাভূষণ পাড়ার গ্রাম্য মাতব্বর নকুল সরকারের।

তাইতো তিনি এলাকার সকল হিন্দু নারী পুরুষদের ওই নারীর সঙ্গে কোন প্রকার সম্পর্ক এবং কথাবার্তা না বলতে নির্দেশ প্রদান করেন।

শুধু তাই নয় কেউ তাঁর আদেশ অমান্য করলে তাকেও একঘরে করে সমাজচ্যুত করার হুমকি দেন তিনি।

ভোক্তভোগি করফুল সরকার সাংবাদিকদের জানান-‘বিদ্যাভূষণ পাড়ার মাতব্বর নকুল সরকার এলাকাবাসীকে ভূল বুঝিয়ে আমাকে একঘরে ঘোষণা করে বছরের পর বছর সমাজচ্যুত করে রেখেছেন।’

এলাকার লোকদের তিনি তাঁর সাথে কথা বলতে বারণ করেছেন।

তাই কেউ তাঁর সাথে মাতব্বরের ভয়ে কথা বলেনা। যারা কথা বলবে তাদেরকে একঘরে করে রাখার হুমকি দিচ্ছে ওই মাতব্বর।

তার দাবী এলাকা থেকে তাকে বিতাড়িত করতে খড়ের গাদায় আগুন দেয়াসহ একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে মাতব্বর নকুল সরকার।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন