­
­
রবিবার, ১৮ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান  » «   ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!  » «   স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা  » «   চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়া নিয়ে বিতর্ক: কী জানা যাচ্ছে  » «   পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা  » «   সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «  

হবিগঞ্জের বানিয়াচংয়ে হিন্দু নারীকে সমাজচ্যুত করে রেখেছেন গ্রাম্য মাতব্বর



হবিগঞ্জের বানিয়াচংয়ে করফুল সরকার(৪৭)নামে এক অসহায় হিন্দু নারীকে বছরের পর বছর একঘরে ঘোষনা দিয়ে সমাজচ্যুত করে রাখার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিদ্যাভূষণ পাড়া গ্রামে।

বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, কয়েক বছর আগে হিন্দু বর্মা নন্দন সরকারের মেয়ে করফুল সরকার পার্শ্ববর্তী এলাকার মুসলমান ধর্মের ছেলে চানপাড়া গ্রামের রবি উল্লার পুত্র কাজল মিয়ার সাথে হিন্দু ধর্ম ত্যাগ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

সেখানে আড়াই বছর সংসার করার পর উভয়ের মধ্যে সাংসারিক সমস্যা দেখা দিলে করফুল সরকার আদালতের মাধ্যমে মুসলমান স্বামীকে তালাক দেন।

পরে এফিডেভিড এর মাধ্যমে নিজ ধর্ম হিন্দুতে ফিরে এসে পুনরায় বাবার বাড়ী বিদ্যাভূষণ পাড়াতে বসবাস শুরু করে মর্যাদার সাথে হিন্দু ধর্ম পালন করে যাচ্ছেন।

কিন্তু বিষয়টিতে বাঁধ সাধে দৈত্য সরকারের পুত্র বিদ্যাভূষণ পাড়ার গ্রাম্য মাতব্বর নকুল সরকারের।

তাইতো তিনি এলাকার সকল হিন্দু নারী পুরুষদের ওই নারীর সঙ্গে কোন প্রকার সম্পর্ক এবং কথাবার্তা না বলতে নির্দেশ প্রদান করেন।

শুধু তাই নয় কেউ তাঁর আদেশ অমান্য করলে তাকেও একঘরে করে সমাজচ্যুত করার হুমকি দেন তিনি।

ভোক্তভোগি করফুল সরকার সাংবাদিকদের জানান-‘বিদ্যাভূষণ পাড়ার মাতব্বর নকুল সরকার এলাকাবাসীকে ভূল বুঝিয়ে আমাকে একঘরে ঘোষণা করে বছরের পর বছর সমাজচ্যুত করে রেখেছেন।’

এলাকার লোকদের তিনি তাঁর সাথে কথা বলতে বারণ করেছেন।

তাই কেউ তাঁর সাথে মাতব্বরের ভয়ে কথা বলেনা। যারা কথা বলবে তাদেরকে একঘরে করে রাখার হুমকি দিচ্ছে ওই মাতব্বর।

তার দাবী এলাকা থেকে তাকে বিতাড়িত করতে খড়ের গাদায় আগুন দেয়াসহ একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে মাতব্বর নকুল সরকার।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন