ভাষার মাসে বার্সেলোনায় অবস্থিত একমাত্র শহীদ স্মৃতিফলককে(শহীদ মিনার) ঢেকে দেয়ার উদ্দেশ্যে রং লেপন করার অপচেষ্টা করেছে দুষ্কৃতকারী। ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার শহরের প্লাসা পেদ্রোতে অবস্থিত শহীদ স্মৃতি ফলকটিকে কে বা কারা রঙ স্প্রে করে ঢেকে দেয়ার অপচেষ্টা করেছে। ভাষা শহীদদের উদ্দেশ্য করে লেখা শব্দমালাকে অস্পষ্ট করে দেয়ার উদ্দেশ্যে পরিকল্পনা করে এটা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয় বাংলাদেশী কমিউনিটি।
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস হিসেবে ফেব্রুয়ারী মাসটি যেখানে গুরুত্বপূর্ণ এবং একুশের প্রহর আসার ঠিক ১ সপ্তাহ আগে পুর্বপরিকল্পিতভাবে এই অপচেষ্টা করা হয়েছে বলে মনে করছে বাঙ্গালী কমিউনিটি। সারা স্পেনের মধ্যে একমাত্র বার্সেলোনা শহরেই বাংলাদেশী কমিউনিটির বহু পরীশ্রমে মধ্যি দিয়ে জায়গা এবং এই স্মৃতিফলকটি বসানোর দাবী আদায় করেছে শহরের স্থানীয় প্রশাসনের কাছ থেকে। অমর একুশের কাছাকাছি সময়ে স্মৃতিসৌধের উপর এই রং দিয়ে কালিমা লেপনে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করে অপরাধীকে শাস্তির আওতায় আনার দাবি করেছেন এবং শহীদ স্মৃতি ফলকের ক্ষতিগ্রস্ত অংশটি আবারও মেরামতের অনুরোধ জানাচ্ছেন ।