গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৮ পেলেন শিল্পী মুর্তজা বশীর,কবি নির্মলেন্দু গুণ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক
- আপডেট সময় : ০৪:৪৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
- / 1924
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা ও বিকাশ কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার চৌদ্দ বছর পূর্তি উপলক্ষ্যে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনীতে দেশের শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর,সাহিত্যে কবি নির্মলেন্দু গুণ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হককে গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৮ করে।
বরেণ্য শিক্ষাবিদ গীতাঞ্জলি’র উপদেষ্টা জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুয়ারেন লিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাহেদ চৌধুরী ও এনন টেক্সট এর পরিচালক কাজী মো. মোস্তফা সারোয়ার।
গীতাঞ্জলি ললিতকলা একাডেমির চতুর্দশ বর্ষপূর্তি উৎসব আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে সংস্কৃতি মন্ত্রণালয়।
উত্তরাস্থ বিসিক অডিটোরিয়ামে বিকাল ৫ টায় আয়োজিত এ উৎসবের উদ্বোধনীতে জাতীয় সংগীত পরিবেশনের পরপরই স্বাগত বক্তব্য রাখেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পরিচালক (প্রধান নির্বাহী) মাহবুব আমিন মিঠু।
সম্মাননা পদকের পাশাপাশি সম্মাননা অর্থ ২৫,০০০ টাকার চেক তিন গুণীর হাতে তুলে দেন স্পন্সরকারী প্রতিষ্ঠান হুয়ারেন লিলেন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সাহেদ চৌধুরী ও টেক্স এর পরিচালক কাজী
মো. মোস্তফা সারোয়ার।
আলোচনা ও পদক প্রদানের পর গীতাঞ্জলি শিল্পীদের বর্ণাঢ্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উল্লেখ্য গীতাঞ্জলি শুদ্ধ সংস্কৃতি চর্চা ও বিকাশে গত ১৫ বছর ধরে সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দেশের শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠা সাল ২০০৪ থেকে গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান করে আসছে।
উৎসব সভাপতি দেশ বরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে আগামীকাল ২য় দিন ২৭ অক্টোবর শনিবার ও সমাপনী দিন ২ নভেম্বর আয়োজনে সকলকে আমন্ত্রণ জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণী ও মঞ্চ নাটক প্রদর্শনীর উৎসবের ২য় দিন ২৭ অক্টোবর শনিবার জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান প্রধান অতিথি ও বিশেষ অতিথি নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলাদেশ কর্ম কমিশন সচিব আকতারী মমতাজ এবং গোল্ডেন ড্রিমস এসোসিয়েশন চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত থাকবেন।
৩য় দিন ২ নভেম্বর শুক্রবার শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর জীবন ও কর্মের উপর নির্মিত মঞ্চ নাটক,নাট্যদল থিয়েটার অঙ্গন প্রযোজনা-১০’মুনীর চৌধুরী’ রচনা ও নির্দেশনা প্রবীর দত্ত প্রদর্শীত হবে।





















