­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন



বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা‘র সভাপতিত্বে ও উপকমিটির আহবায়ক (ভলিবল)’র সাহিবুর রহমান এবং আব্দুল হালিম সোহেল এর যৌথ সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, তরুণ প্রজন্মকে লেখা পড়ার পাশাপাশি মাঠে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই খেলায় জয়-পরাজয় থাকবে।

মুজিব শতবর্ষ উপলক্ষে বানিয়াচংয়ে বঙ্গবন্ধু টি-২০ ও ভলিবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন।

স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট উপ কমিটির সভাপতি মাস্টার ফজল উল্লাহ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, মওলানা হাবিবুর রহমান, মোঃ রেখাছ মিয়া, মোঃ এরশাদ আলী, মোঃ আনোয়ার হোসেন, পিআইও মলয় কুমার দাশ, সাবরেজিস্টার মস্তোফা মোঃ ইসমত পাশা, থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছায়েব আলী, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ আবুল মনসুর তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, বিভিন্ন প্রিন্ট ও ইলক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী খেলায় ৪নং ইউনিয়নকে ১৪ রানে হারিয়ে বিজয়ী হয় ৯নং পুকড়া একাদশ।  ভলিবলে ৩নং ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়েছে ১নং ইউনিয়নের অনির্বাণ স্পোটিং ক্লাব।

টুর্নামেন্টে ক্রিকেটে ২৪টি ও ভলিবলে ১০টি দল অংশ গ্রহণ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন