­
­
রবিবার, ১৮ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান  » «   ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!  » «   স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা  » «   চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়া নিয়ে বিতর্ক: কী জানা যাচ্ছে  » «   পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা  » «   সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «  

রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের সাথে ইতালী জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তাদের সাক্ষাত



ঐতিহ্যবাহী সিলেটের প্রচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালী কার্যনির্বাহী কমিটির সাথে গত ১৯ শে জানুয়ারি ২০২১ রোম দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান ও দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা বৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এসময় জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে দূতাবাসের রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি কিছু সুনির্দিষ্ট প্রস্থাবনা ও দাবি উত্থাপন করা হয়। বিশেষ করে দূতাবাসের গ্রীল দিয়ে ডেলিভারি বন্ধ করে ভিতরে নিয়ে আসা এবং মহিলা ও শিশুদের অগ্রাধিকার দেওয়া। এছাড়া বাইরের শহর থেকে আসা সেবা প্রার্থীদের দ্রুত সেবা প্রদান করা ও পাসপোর্ট নবায়ন এপোয়ন্টমেন্ট সহজ করন, দূতাবাসে আসা সেবা প্রার্থীদের জন্য ছাউনি ও টয়লেটের ব্যবস্থা করা ইত্যাদি। সব কিছু শুনে রাষ্ট্রদূত জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দকে আশ্বত্ব করেন।

তাঁরই ধারাবাহিকতায় মান্যবর রাষ্ট্রদূত মহোদয় ইতিমধ্যে অনেক গুলি দাবি বাস্তবায়ন করে দিয়েছেন আশাকরি অতিশীঘ্রই রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান ইতালী প্রবাসী বাংলাদেশীদের সকল সমস্যার সমাধান করে রোম দূতাবাসকে বাংলাদেশীদের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবেন।

জালালাবাদ এসোসিয়েশন ইতালীর পক্ষ সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ আশা প্রকাশ করেছেন যে, রাষ্ট্রদূত মহোদয় খুব দ্রুত দূতাবাসে সেবা প্রার্থীদের সকল সমস্যা সমাধান করবেন এবং তারা সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দূতাবাসের কাউন্সিলর হেড অব দ্য সেন্সরী সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, কাউন্সিলর ইরফানুল হক, প্রথম সচিব শেখ ছালেহ আহমেদ, সচিব রাজীব ত্রিপুরা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দের প্রতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন