সংবাদ শিরোনাম :
ব্রিটেনে প্রতিদিন ৪লাখ করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্যোগ,বাড়ছে আশা
৫২ বাংলা
- আপডেট সময় : ১২:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / 810
করোনা মহামারীতে বলা যায় স্তব্ধ হয়ে আছে ব্রিটেন। প্রচন্ড ঠান্ডার সাথে প্রতিদিন মন খারাপের খবরে বহুভাষা ও সংস্কৃতির দেশটি এখন কার্যত প্রাণহীন। সংবাদপত্র, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম- সর্বত্র যেন প্রিয়জন হারানোর খবর। নতুনভাবে আক্রান্তের মতো মন খারাপের খবরে ছেয়ে আছে আশপাশ।
তবে এই সবের উল্টো পিঠেও ‘মনভালো করার‘ খবরও আছে। আছে মহামারি থেকে ঘুরে দাড়ানোর সংবাদও। বিস্তারিত দেখুন আনোয়ারুল ইসলাম অভি’র প্রতিবেদনে। কণ্ঠ: সুমু মির্জা ।
[youtube]FUo_5rXafQY[/youtube]

















