­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

কাতারের সাথে আমিরাতের যোগাযোগ শুরু



শনিবার থেকে কাতারের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ, স্থল এবং সমুদ্র সীমানা পুনরায় উন্মুক্ত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডাব্লি উএএম (WAM) এর এক ঘোষণায় এ সংবাদ জানানো হয়। এতে করে কাতার থেকে আমিরাত ভ্রমণে বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আর কোন বাধা থাকলোনা।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. আনোয়ার গারগাশ গত বৃহস্পতিবার বলেছিলেন যে আগামি এক সপ্তাহের মধ্যে কাতারের সাথে কূটনৈতিক-বাণিজ্য সম্পর্ক ও যাতায়াত আবার চালু হতে পারে।ভার্চুয়াল মিডিয়ায় দেয়া ব্রিফিংয়ে ড.আনোয়ার আরো জানান, “আমরা এরকম পদক্ষেপ নিতে আগ্রহী, সহায়ক এবং ইতিবাচক।”

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব খালিদ আবদুল্লাহ বেলহুল বলেন, আল-উওর বিবৃতি স্বাক্ষরের পরে, ২০১৩ সালের ৫ জুন জারি করা বিবৃতি অনুযায়ী কাতারের বিরুদ্ধে গৃহীত সকল পদক্ষেপের সমাপ্তি হবে। বিবৃতিতে স্থায়ী সংহতি চুক্তি রয়েছে, যা একটি অর্জন হিসাবে দেশটি মনে করছে। এই পদক্ষেপগুলি উপসাগরীয়, আরব এবং ইসলামী শক্তির ঐক্য ও সংহতিকে আরো জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

আব্দুল্লাহ আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যে যে কোন ধরনের যোগাযোগ তথা স্থল, সমুদ্র ও বিমান বন্দর পুনরায় চালু করার জন্য আমরা কাজ করছে । এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৯ জানুয়ারী থেকে কার্যকর হওয়া পদক্ষেপের আওতায় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আরব ইউনিয়নের চারটি উপসাগরীয় রাষ্ট্র তার প্রতিবেশীর সাথে প্রায় চার বছরের দীর্ঘ বিরোধ নিষ্পত্তি করার পরে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পদক্ষেপ নিয়েছে।

ইতোমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া সৌদি আকাশসীমা দিয়ে কাতার এয়ারওয়েজ তার কয়েকটি বিমানের ফ্লাইট পুনরায় পরিচালনা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন