­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

সুরমার প্রধান সম্পাদক ফরীদ আহমদ রেজার মাতা সৈয়দা সু‌ফিয়া আহম‌দের ই‌ন্তেকাল



বিলেতে বাংলা মিডিয়ার বহুল প্রচারিত সংবাদপত্র সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক, কবি ও কলামিস্ট ফরীদ আহমদ রেজার মাতা সৈয়দা সু‌ফিয়া আহম‌দ ই‌ন্তেকাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ১৬ জানুয়ারী, শ‌নিবার, সন্ধ্যা ৫টায় রয়েল লণ্ডন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কয়েক বছর থেকে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগলেও শারীরিক চলৎশক্তি সম্পন্ন ছিলেন। মৃত্যুর দুদিন আগে শারীরিক অসুস্থতাজনি কারনে হাসপাতালে ভর্তি করার পর কোভিড পজিটিভ ধরা পড়ে। মৃত্যুকালে তাঁর বয়স হ‌য়ে‌ছি‌লো ৯১ বছর।

মরহুমা সৈয়দা সু‌ফিয়া টাওয়ার হ্যাম‌লে‌টসের বা‌সিন্দা। দে‌শের বা‌ড়ি সুনামগঞ্জ জেলার সৈয়দপুর গ্রা‌মে। তাঁর স্বামী ছি‌লেন মরমী সাধক মরহুম পীর মনফর উদ্দীন আহমদ ওরফে শাব্বির মিয়া পীর সাহেব। শ্বশুড় ছিলেন প্রখ্যাত মরমী সাধক পীর মজির উদ্দিন।

মৃত্যুকা‌লে তি‌নি ৩ ছে‌লে, ৪ মে‌য়ে, লাগা-নাতনি ও প্রচুর আত্মীয় স্বজন রে‌খে গেছেন। মরহু‌মার বড় ছেলে ফরীদ আহমদ রেজা পরিবারের পক্ষ থেকে সবার কা‌ছে তাঁর মা‌য়ের মাগফেরাতের জন্য দোয়া কামনা ক‌রে‌ছেন।

মরহু‌মার অন্যান্য সন্তান‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন সৈয়দপুর শাম‌সিয়া স‌মি‌তির সভাপ‌তি পীর আহমদ কুতুব, সুরমার সা‌বেক সম্পাদক কবি আহমদ ম‌য়েজ, বড় মে‌য়ে যথাক্র‌মে ফৌ‌জিয়া কামাল, রওশনারা বেগম, হাসনা কামাল, সালমা সামাদ।

উল্লেখ্য, সৈয়দা সুফিয়া আহমদ আত্মীয়-স্বজন ও পারিবারিক পরিচিতজনদের কাছে একজন মহিয়সী নারী হিসেবে শ্রদ্ধাস্পদ ছিলেন। ধর্মীয় ঐতিহ্য চেতনা, মরমী ভাবধারা ও সাহিত্য-সাংস্কৃতিক উত্তরাধিকার স্নাত পরিবারের এই মহিয়সী মায়ের ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শোক প্রকাশ করেছেন মরহুমার সন্তানদের বন্ধুবান্ধবসহ পরিচিত মহলের অসংখ্যজন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের শোকঃ

সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক ফরীদ আহমদ রেজাও সাপ্তাহিক সুরমার প্রাক্তন সম্পাদক কবি আহমদ ময়েজের মহিয়সী মাতা সৈয়দা সোফিয়া আহমদের ইন্তেকালে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাব এর পক্ষথেকে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের ও ট্রেজারার আ স ম মাসুম ।

এক শোক বার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, সৈয়দা সুফিয়া আহমদ আত্মীয়-স্বজন ও পারিবারিক পরিচিতজনদের কাছে একজন মহিয়সী নারী হিসেবে শ্রদ্ধাস্পদ ছিলেন। ধর্মীয় ঐতিহ্য চেতনা, মরমী ভাবধারা ও সাহিত্য-সাংস্কৃতিক উত্তরাধিকার স্নাত পরিবারের এই মহিয়সী মায়ের ইন্তেকালে তার পরিবারের যে ক্ষতি সাধিত হল তা অপূরণীয় ।নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।

এদিকে, সাপ্তাহিক সুরমা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সম্পাদক শামসুল আলম লিটন, বার্তা সম্পাদক আবদুল কাইয়ূম, সাহিত্য সম্পাদক সৈয়দ রুম্মান, স্পোর্টস রিপোটার মুহাম্মদ শরীফুজ্জামান ও ফাইন্যান্স এডিটর এমাদুর রহমান এমাদ এবং স্পেশাল করেসপন্ডেন্ট কেএম আবু তাহের চৌধুরী, ড. এম মুজিবুর রহমান, আকবর হোসেন ও শামসুল ইসলাম মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন