ইতালিতে রোম মহানগর ছাত্রলীগের আয়োজনে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৫:৫৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / 1389
বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা চড়াই উৎরাই পেরিয়ে ৭৩ বছর পূর্ণ করছে সোমবার।
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালিতে বাংলাদেশ ছাত্রলীগের রোম মহানগর শাখা উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোম মহানগর ছাত্রলীগের সভাপতি সানজিত ধর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল ইসলাম শুভ এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভিডিও কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার ও বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন ইতালি ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া, সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হাওলাদার এবং ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলী রাইয়ান, রোম মহানগর ছাত্রলীগ নেতা পরস হাওলাদার,খালেদ আফ্রিদী, রাজীব মোল্লা, মোঃরুবেল, জামিল খান, সাজ্জাদ সান্ত, আজাদ মাহমুদ, আল আমিন শুভ, হিমেল মুস্তফা, বাপ্পি রহমান, সাখাওয়াত হীরা, সেলিম আহমেদ, হৃদয় সরদার, মোস্তাফিজুর রহমান, মোঃসম্রাট সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যর মাধ্যমে বলেনঃ প্রতি বছর বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সল্প সংখ্যক নেতৃবৃন্দের নিয়ে উদযাপন করেছি। আগামীতে এভাবে ঐক্যবদ্ধ থেকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে শিক্ষা-শান্তি প্রগতির মূল মন্ত্রে দীক্ষিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে ছাত্রলীগ। ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সকল নির্দেশনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটি হবে আমাদের শপথ।




















