
গোলাপগঞ্জ মুক্ত দিবস আজ। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১২ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে গোলাপগঞ্জে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলণ করেন পৌরসভার রণকেলী এলাকার দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জিএন চৌধুরী হুমায়ুন। তৎকালীন গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থিত বট গাছের উপরে লাল সবুজের পতাকাটি উত্তোলন করেন জি এন চৌধূরী।
এসময় পতাকা উত্তোলনের সাথে সাথে উপজেলার বিভিন্ন জায়গায় চারদিক থেকে মুক্তিযোদ্ধা ও হাজার হাজার উল্লসিত জনতা মুক্তির পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত করে তোলে উপজেলার রাজপথ। এদিকে গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সম্মুখে একটি আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।