­
­
রবিবার, ১৮ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান  » «   ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!  » «   স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা  » «   চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়া নিয়ে বিতর্ক: কী জানা যাচ্ছে  » «   পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা  » «   সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «  

স্পেনের মূল ধারার রাজনৈতিক দল সিউদাদানোস এ বাংলাদেশী রাসেল হাওলাদার



স্পেনের মূল ধারার রাজনৈতিক দল সিউদাদানোস –এ সম্পৃক্ত হলেন বাংলাদেশী রাসেল হাওলাদার। রাসেল হাওলাদার স্পেনের বিশেষ করে, কাতালান রাজ্যের পর্যটন নগরী বার্সেলোনার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং ব্যবসায়ী নেতা।
করোনাকালীন  সময়ে রাসেল হাওলাদার বার্সেলোনার সকল কমিউনিটির পাশে সরবে ও নিরবে খাদ্য ও সকল ধরনের সহযোগিতায় ফ্রন্ট লাইনে থেকে মানবিক কাজ করে সকল কমিউনিটির আস্থা অর্জন করেছেন।

গত ২৪শে নভেম্বর মঙ্গলবার তিনি কাতালোনীয়ার সিউদাদানোস পার্টির নেতাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে কাতালান পার্লামেন্টের হল রুমে সিউদাদানোস পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

স্পেনের মূল ধারার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই দলে এইচ এম রাসেল হাওলাদার এর যোগদানে মূলধারার রাজনীতিতে স্পেনে বাংলাদেশীদের প্রতিনিধিত্বমূলক দায়িত্বে অধিষ্টের দুয়ার খোলার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
কাতালান পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুখপাত্র সুসানা বাল্টারেন গার্সিয়া এমপি তাঁকে অফিসিয়ালি সদস্য পদ ঘোষণা করেন। এসময় পার্লামেন্টের উচ্চ পদস্থ পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মিলিত হন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এইচএম রাসেল হাওলাদার।

তিনি করোনাকালীন সময়ে বিভিন্ন পর্যায়ের অভিবাসী এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সরকারের প্রণোদনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

রাসেল হাওলাদার সরকারি বিভিন্ন অফিসে, বিশেষ করে অভিবাসীদের এপয়েন্টমেন্ট সহজীকরণ বিষয়ে প্রবাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। তিনি আবাসন সংকট সহ অবৈধ অভিবাসীদের বৈধকরণেরও দাবি জানান।

এ সময় আগ্রহ নিয়ে সিউদাদানোস পার্টির নেতারা তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন ,সিউদাদানোস পার্টির সদস্য ইরফান মাজিদ রাজা ,সমন্বয়কারী এশিয়ান কমিউনিটি ইন۔۔ বার্সেলোনা ও দলের স্থায়ী সদস্য আল রাশিদ ভুট্টো, খসে মারিয়া কান সহ অন্যান্যরা।

উল্লেখ্য, স্পেনের রাজধানী মাদ্রিদের মেয়র নির্বাচিত হলেন সিউদাদানোস পার্টির।এছাড়াও গত নির্বাচনে কাতালান পার্লামেন্টে সর্বোচ্চ ৩৬ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সিউদাদানোস।
এদিকে সিউদাদানোস পার্টিতে এইচ এম রাসেল হাওলাদার এর যোগদান কে কমিউনিটির বিশিষ্টজন, সংগঠক, ব্যবসায়ী ও কমিউনিটিকমীরা ইতিবাচক হিসাবে দেখছেন বলে ইতিমধ্যে অভিমত প্রকাশ করেছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন