প্রতিবন্ধি ও দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বাগেরহাটে
- আপডেট সময় : ০৪:৪৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / 804
করোনা পরিস্থিতে বাগেরহাটে অসহায় প্রতিবন্ধিদের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ও দাতা সংস্থা একশনএইডের সহায়তায় মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় দশানীস্থ বাঁধনের অফিস প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান, একশনএইডের ইন্সপাইরেটর মোঃ হানিফ, বাঁধনের (এফোরআই) প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য স্বদেশ মল্লিক, শাহাদাৎ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান শেষে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০জন প্রতিবন্ধি ও ১শ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও বাঁধন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে গত জুন মাস থেকে এ পর্যন্ত প্রায় ১২শ অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।





















