সিলেট জেলার বিয়ানীবাজারে ‘জয় বাংলা’ নামের একটা সংগঠন আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পৌরশহরের দক্ষিণ বাজার থেকে শুরু হওয়া বিশাল মিছিল উত্তরবাজার ঘুরে আবার যথাস্থানে এসে পথসভায় মিলিত হয়।
ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অনুষ্টিত এ আনন্দ মিছিল ও জয় বাংলা’র পথসভায় যুবলীগ নেতা নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, মুড়িয়া ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তুতিউর রহমান খান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান তারেক, আব্দুল ওয়াদুদ বুদুল, কামরুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ ফারুকী, যুবলীগ নেতা আব্দুল হামিদ, রিপন আহমদ, মামুনুর রশিদ আকুল, টিপু সুলতান, সবুজ আহমদ, মাছুম আহমদ, ছাত্রলীগ নেতা নাহিদ আহমদ শাহিদ, আব্দুল মুনিম সাব্বির, সাদেক আহমদ, রুবেল আহমদ, শফিউল্লাহ সাগর, আজমল হোসেন দিপু, ইমরুল আহমদ, ফাহিম আহমদ, হাছান আহমদ, তারেক আহমদ, আবু হানিফ, আবু তাহের, জুবের আহমদ, ফাহাদুজ্জামান, শিপু আহমদ, সিদ্দিকুর রহমান, শাওন আহমদ, এবাদ আহমদ, হাসান আহমদ।
‘জয় বাংলা’ নামের নতুন এই সংগঠনটিকে বিয়ানীবাজারের ছাত্রলীগের রাজনীতিতে সর্বষেশ গ্রুপ হিসেবে মনে করা হচ্ছে। উল্লেখ্য ছাত্রলীগ বিয়ানীবাজারে ছয়টি গ্রুপে সাংগঠনিকভাবে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। উপজেলায় দুই দশক ধরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। সেজন্য বিভিন্ন সময় ছাত্রলীগ নিজেদের মধ্যে অন্তর্দন্ধে লিপ্ত হয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এমনকি দ্বন্ধ-সংঘাতে জড়িয়েছে।সংঘর্ষও হয়েছে।
বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে কিংবা নির্বাচনকালে ছাত্রলীগের বিশাল কর্মীবাহিনী কাজ করেছে আওয়ামী লীগের পক্ষে।।এ সময় কালে বিয়ানীবাজার ছাত্রলীগের কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও মিছবাহ উদ্দিন সিরাজ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ কেন্দ্রীয়-জেলা নেতৃবৃন্দ। কিন্তু সে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় নি।