­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তরের দাবি



এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের নাগরিক বৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণফোরাম জেলা আহ্বায়ক এড. আনছার খান, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক এড.আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, উদীচীসভাপতি এনায়েত হাছান মানিক, ওয়ার্কার্স পাটির্ (মার্কসবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ,বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভুমি সন্তান এর আশরাফুল ইসলাম, গণজাগরণ এর দেবাশীষ দেবু, ছাত্রনেতা সরুজ কান্তি দাশ, সনজয় শর্মা, ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি নেতা ফরহাদ হোসেন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী ) পাঠচক্র ফোরামের মহিতোষ দেব মলয়, এড দেবব্রত চৌধুরী লিটন, নিরঞ্জন দাশ খোকন, এড. রণেন সরকার রণি, এড.উজ্জল রায় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এমসি কলেজ হোস্টেলে তরুণী ধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের তাৎক্ষনিকভাবে গ্রেফতার করতে স্হানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে। অভিযোগ উঠছে ধর্ষণকারীদের সাথে স্থানীয় প্রশাসনের যোগ সাজশের বিষয়টি। জনমনে সন্দেহে তৈরি হয়েছে ধর্ষণের ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে। বক্তারা, সুষ্টু বিচারের স্বার্থে এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তরের দাবি জানান। বক্তারা, এমসি কলেজের দখলকৃত সকল ভুমি উদ্ধারের দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন