শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

তাবলীগ জমাতের প্রবীন মুরব্বী আলহাজ্জ্ব আব্দুল খালিকের দাফন সম্পন্ন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সিলেট গোলাপগঞ্জ পৌরসভার ঘোগারকুল এলাকার দীর্ঘদিনের সাথি তাবলীগ মুরব্বী আলহাজ্জ্ব আব্দুল খালিকের (৮৮)দাফন সম্পন্ন হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে ৫ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেনা দীর্ঘদিন থেকে তিনি বার্ধ্যক্ষ্যজনিত রোগে ভোগ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২৭ সেপ্টেম্বর বাদ যোহর দুপুর ২ টায় ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত মানুষের উপস্থিতিতে জানাযা শেষে মোকাম মসজিদ গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাযার নামাজে ঈমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা ফরিদ উদ্দিন। স্থানীয়দের কাছ থেকে জানাযায় দীর্ঘদিন থেকে মরহুম আব্দুর খালিক তাবলীগ জমাতের একজন শক্ত সাথী, মুরব্বী ছিলেন। তাঁর জিবনের বেশিরভাগ সময় তাবলীগ জমাতে ব্যায় করেছেন। ফজর থেকে রাত পর্যন্ত এলাকার মানুষকে বিশেষ করে যুব সমাজকে কিভাবে নামাজি দ্বীনদার পরহেজগার বানানো যায় সেই লক্ষ্যে কাজ করেছেন। তাঁর মুখের ভাষা ছিল অত্যান্ত সাবলীল। বিশেষ করে যুব সমাজের কাছে তিনি অত্যান্ত প্রিয় ব্যাক্তিত্ব ছিলেন বলে জানান এলাকার অনেকে।

তাঁর মৃত্যুতে এ এলাকার তাবলীগ কাজের যে শুন্যতা সৃষ্টি তা পূরন হবার নয় বলে জানান, এলাকার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী হাসান ইমাদ। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, হেতিমগঞ্জ মতিনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, সিলেট কাজির বাজার মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আহমদ আলি, ঘোঁষগাও মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হেলাল আহমদ, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ঈমাম ও খতিব শায়খুল হাদিস মাওলানা ওয়ারিছ উদ্দিন, বড় মোকাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম, মাওলানা শিব্বির আহমদ ঘোগারকুল মোকাম মসজিদের ইমাম ও খতিব, গোলাপগঞ্জ তাবলীগ জমাতের মুরব্বী (আমির) হারুন মিয়া,গোলাপগঞ্জ পৌর বিএনপির আহবায়ক হাসান ইমাদ, কাউন্সিলার আব্দুল জলীল, ঘোগারকুলের বিশিষ্ট মুরব্বী সিরাজ উদ্দিন, সইফ মিয়া, এনাম উদ্দিন, মাহবুবুর রহমান (মরির), সৈয়দ শাহনুর এলন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলার তাবলীগ জামাতের বিভন্ন মুরব্বী, সাথী কর্মী সহ সর্বস্তরের মুসল্লী।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন