সংবাদ শিরোনাম :
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ
৫২ বাংলা
- আপডেট সময় : ০২:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / 1077
আবুতাহের লিপু (বড়লেখা)
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একে এম হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিদুৎ কান্ত দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন হাওলাদার আজিজুল ইসলাম।




















