সংবাদ শিরোনাম :
কলমাকান্দায় গুমাই নদীতে নৌকাডুবি, ১০ লাশ উদ্ধার
৫২ বাংলা
- আপডেট সময় : ০২:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / 1029
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় গুমাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বড়খাপন ইউনিয়নের চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩৫ যাত্রী নিয়ে নৌকাটি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনার ঠাকুরাকোনা এলাকায় যাচ্ছিল।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় গুমাই নদীতে বালুবাহী নৌকার সঙ্গে সংঘর্ষ ঘটলে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। ঘটনার পরই স্থানীয়রা ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন। এখনো নিখোঁজ রয়েছেন ২৪ জন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনার পরই স্থানীয়রা ১০জনের মরদেহ উদ্ধার করেছেন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। ফায়ার সাভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।




















