শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ব্রিটেনে লকডাউনের বিরুদ্ধে ১০ হাজারের অধিক মানুষের বিক্ষোভ
একদল ব্রিটিশ করোনাকে বলছেন একটি ‘গোপন ষড়যন্ত্র‘



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিশ্ব যখন করোনা মহামারিতে আক্রান্ত । মারাত্নক ভাবে অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়েও বিধ্বস্ত এবং বিপর্যস্ত । এমনকি, করোনায় প্রাণ হারানোর সংখ্যা কিছুটা কমলেও দ্বিতীয় ধাপের লকডাউন নিয়ে ভাবছে বিশ্বের অনেক দেশ। ঠিক সেই সময়ে করোনাকে একটি ‘গোপন ষড়যন্ত্র‘ আখ্যা দিয়েছে একদল ব্রিটিশ।

তারা বলছে, ‘করোনা ভাইরাসের নামে বিশ্বজুড়ে গোপনে ‘মিথ্যে এক ষড়যন্ত্র’ সাজিয়েছেন বিল গেটস। করোনা ভাইরাস আসলে কিছু-ই না। এসব মিথ্যে কথা।’
আর এনিয়ে ২৯ আগস্ট শনিবার, ব্রিটেনের লন্ডনের ট্রাফালগাল স্কয়ারে ও ম্যানচেস্টারের মিলস স্কয়ারে ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছে ।

লন্ডনের ট্রাফালগাল স্কোয়ারে বিক্ষোভে উপস্থিত ছিলেন বিরোধী দল লেবারের সাবেক নেতা জেরেমি করবিনের ভাই পিয়ার্স করবিন ও । এমন উদ্ভট চিন্তাধারার বিক্ষোভ থেকে পুলিশ গ্রেপ্তার করেছে পিয়ার্সকে।

বিক্ষোভকারীতে পূর্ণ হয়ে গিয়েছিল ট্রাফলগাল স্কয়ার। তবে তাদের কারো মুখে মাস্ক ছিল না। তাদের হাতে ছিল ব্যানার। তাতে নানা রকম স্লোগান লেখা। এতে করোনা মহামারিকে একটি ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যায়িত করা হয়। এবং তারা নানা ব্যঙ্গাত্নক শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা মনে করেন, বিল গেটস বিভিন্ন দেশের ওষুধ কোম্পানিতে ভ্যাকসিন তৈরির জন্য অর্থ বিনিয়োগ করছে এবং বাণিজ্যিকভাবে মুনাফা লাভ করছে।
তারা অভিযোগ করে বলেছেন, সরকার করোনা ভাইরাস নিয়ে বাণিজ্য করছে। জনগণের স্বাধীনতা খর্ব করছে। এ সময় তারা করোনা ভাইরাসের নামে সরকারের ‘মিথ্যার আশ্রয়‘ নেয়া বন্ধ করতে আহ্বান জানান।

 

এছাড়া করোনা প্রতিরোধে দেয়া নিষেধাজ্ঞা বাতিলেরও দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। তারা করোনাভাইরাস কে ‘শিশুদের ওপর নির্যাতনের একটি অস্ত্র ’ বলেও অভিহিত করেছেন।

পরে বিক্ষোভকারীরা ‘করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারেরও প্রয়োজন নেই’ শ্লোগাণ তুলে ‘স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হও’ শীর্ষক একটি শোভাযাত্রা করে।এ সময় তারা ডাউনিং স্ট্রিট হয়ে পার্লামেন্ট হাউজের দিকে এগিয়ে যেতে থাকে। বিক্ষোভে নেতৃত্ব দেন ষড়যন্ত্র তাত্ত্বিক- ডেভি ইকে।
মেট-পুলিশ বলেছে, ট্রাফালগাল  স্কয়ারে নতুন স্বাস্থ্যবিধি না মানার কারণে গ্রেপ্তার করা হয়েছে ৭৩ বছর বয়সী এক ব্যক্তিকে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

 

আরও দেখুন :

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন