­
­
শনিবার, ১৭ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «   কে জিতল—ভারত, না পাকিস্তান?  » «   আওয়ামী লীগের ‘কার্যক্রমে নিষেধাজ্ঞা’র মানে কী?  » «   বাংলাদেশে মার্কিন পণ্যের আমদানি বাড়বে, কমবে শুল্ক  » «   আওয়ামী লীগ নিষেধাজ্ঞার ফল কী? জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন  » «   পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় মানিক  » «  

গ্রীসে পৌঁছেছেন নতুন রাষ্ট্রদূত আসুদ আহমেদ



গ্রীসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে এথেন্স বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন গ্রীক সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি “আন্দ্রিয়াস গোরাস” ও গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা ও দূতাবাস পরিবার।

নতুন রাষ্ট্রদূত আসুদ আহমেদ ২৭ আগস্ট দুপুরে কাতার এয়ারলাইন্স যোগে এথেন্স এসে পৌঁছেছেন। গ্রীসে আসার পূর্বে কাতারে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।আসুদ আহমেদ পররাষ্ট্র ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা।

আসুদ আহমেদ ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে যোগদান করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন রাজনৈতিক ডেস্কে দায়িত্ব পালন করেছিলেন। বিদেশের বাংলাদেশ মিশনে তিনি হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল, ব্রাসেলসে ডেপুটি চিফ অফ মিশন, কলম্বোর কাউন্সেলর এবং নিউইয়র্কের ফার্স্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রটোকল এবং ইউরোপ উইংয়ের পরিচালক হিসাবে প্রধান এবং প্রোটোকল এবং আন্তর্জাতিক সংস্থা উইংয়ের সহকারী সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। জনাব আসুদ আহমেদ রেবেকা সুলতানার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে বর্তমান উনি দুই পুত্র সন্তানের জনক।

কেরিয়ারের কূটনীতিক, রাষ্ট্রদূত-মনোনীত জনাব আসুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ (এপিসিএসএস), ট্রান্সন্যাশনাল সিকিউরিটি কোঅপারেশন কর্মশালায় অংশ গ্রহণ সহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ এবং সেমিনারে অংশ নিয়েছিলেন। রাষ্ট্রদূত হিসাবে তিনি হেলেনিক প্রজাতন্ত্রের বাংলাদেশ দূতাবাসের আবাসিক এবং আলবেনিয়া ও মাল্টায় অনাবাসিক রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। ইতিপূর্বে তিনি কাতারের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়া ও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক মহাপরিচালক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া শাখাও কাজ করেছিলেন।বাংলা, ইংরেজি ছাড়া ও ফরাসি ভাষার উপর তাঁর দক্ষতা রয়েছে।

গত ২৫ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপ্তি মতে আসুদ আহমেদ কে গ্রীসে নিযুক্ত করা হয়েছিল।গ্রীসে নিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিন কে ঐ একই আদেশে কাতারে নিযুক্ত করা হয়েছিল।বর্তমানে রাষ্ট্রদূত জসিম উদ্দিন এনডিসি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন