ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইংল্যান্ডে জিসিএসসি পরীক্ষায় নিকিতা আবেদীনের অসাধারন সাফল্য

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • / 995
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহেদী ক্যারল

ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী নিকিতা আবেদীন ইংল্যান্ডের ইলফোর্ড এলাকার ভ্যালেন্টাইন হাই স্কুল থেকে এবার জি সি এস ই পরীক্ষায় সকল বিষয়ে এ ডাবল স্টার পেয়ে ব্রিটিশ বাংলাদেশী কমিনিটির মুখ উজ্জ্বল করেছে ।

নিকিতা আবেদীন এই অসাধারণ ফলাফলের জন্য স্কুলের প্রধান শিক্ষক একটি ট্রপি উপহার দিয়ে তাকে অভিনন্দিত করেন।

নিকিতা আবেদীন জানায়, সে ভবিষ্যতে ইংরেজি, অর্থনীতি, অংক ও এডভান্স গণিত এই চার বিষয় নিয়ে স্ট্রাটফোর্ডে লন্ডনের একাডেমি অফ এক্সিলেন্স থেকে এ লেভেলে অধ্যয়ন করবে। এছাড়াও লন্ডন স্কুল অফ ইকোনমিস (LS E) এ পড়তে ইচ্ছুক নিকিতা এবং আগামীতে সে অর্থনীতিবিদ হতে চায়। তার এই সাফল্যে মাতা-পিতার উৎসাহ ও ভালবাসা রয়েছে বলে সে জানায়।

নিকিতার পৈত্রিক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে। তার পিতা বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবেদীন (বাবুল) ও মাতা সুনামধন্য শিক্ষিকা ইয়াসমিন আবেদীন। তারা মেয়ের এই প্রত্যাশীত ফলাফলে খুবই আনন্দিত । নিকিতা আবেদিন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট।

এদিকে নিকিতার পিতা-মাতা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ডে জিসিএসসি পরীক্ষায় নিকিতা আবেদীনের অসাধারন সাফল্য

আপডেট সময় : ০৪:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০

জাহেদী ক্যারল

ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী নিকিতা আবেদীন ইংল্যান্ডের ইলফোর্ড এলাকার ভ্যালেন্টাইন হাই স্কুল থেকে এবার জি সি এস ই পরীক্ষায় সকল বিষয়ে এ ডাবল স্টার পেয়ে ব্রিটিশ বাংলাদেশী কমিনিটির মুখ উজ্জ্বল করেছে ।

নিকিতা আবেদীন এই অসাধারণ ফলাফলের জন্য স্কুলের প্রধান শিক্ষক একটি ট্রপি উপহার দিয়ে তাকে অভিনন্দিত করেন।

নিকিতা আবেদীন জানায়, সে ভবিষ্যতে ইংরেজি, অর্থনীতি, অংক ও এডভান্স গণিত এই চার বিষয় নিয়ে স্ট্রাটফোর্ডে লন্ডনের একাডেমি অফ এক্সিলেন্স থেকে এ লেভেলে অধ্যয়ন করবে। এছাড়াও লন্ডন স্কুল অফ ইকোনমিস (LS E) এ পড়তে ইচ্ছুক নিকিতা এবং আগামীতে সে অর্থনীতিবিদ হতে চায়। তার এই সাফল্যে মাতা-পিতার উৎসাহ ও ভালবাসা রয়েছে বলে সে জানায়।

নিকিতার পৈত্রিক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে। তার পিতা বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবেদীন (বাবুল) ও মাতা সুনামধন্য শিক্ষিকা ইয়াসমিন আবেদীন। তারা মেয়ের এই প্রত্যাশীত ফলাফলে খুবই আনন্দিত । নিকিতা আবেদিন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট।

এদিকে নিকিতার পিতা-মাতা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।