­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

জালালাবাদ এসোসিয়েশন pioltello, Milano এর আয়োজনে ব্যাটমিন্টন খেলার উদ্ভোধন



জালালাবাদ এসোসিয়েশন , pioltello, Milano italy এর আয়োজনে খোলা মাঠে ব্যাটমিন্টন খেলার আয়োজন করা হয়েছে।

৯ আগস্ট বিকাল ৬ ঘটিকার সময় এ ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিটি পিও তেল্লোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ । এজিএম জয়নাল আবেদিন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান লম্বারদিয়া আওয়ামী যুব লীগ এর সভাপতি খান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ফয়ছল খান, আওয়ামী যুব লীগ মিলান লম্বারদিয়া এর সাংগঠনিক সম্পাদক, এনায়েত হাওলাদার, যুব লীগ নেতা রুহুল আমিন রাহুল, যুবলীগ নেতা শুভ্র আহমেদ,যুবলীগ নেতা সুমন আহমদ, ইতালি ছাত্রলীগ এর সহ সভাপতি, জুবায়ের আহমেদ শিশু, সবুজ মুল্লাহ, প্রমুখ।

খোলাটি আয়োজনে সার্বিক সহযোগতিায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশন , pioltello, Milano এর সহ সভাপতি, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, আব্দুস শহিদ, আশফাকুল ইসলাম টুটুল, মনসুর আহমেদ, হাবিব মিয়া। খেলা পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক, আনির উদদীন, তোফায়েল মালিক রোমেল, তুরন মিয়া, জাকির হোসেন, সাঈদ মিজানুর, সেলিম আহমেদ, মোঃ হানিফ,মামুন মিয়া, আতিক মিয়া, আমিন রশিদ।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে শাহ জাহান-বুলবুল জুটি, সুন্দর আলী-শামিম জুটি। খেলায় প্রথম পুরস্কার একটি গোল্ড কাপ প্রদান করেন ব্যবসায়ী যুব লীগ নেতা শুভ্র আহমেদ, দ্বিতীয় পুরস্কারটি একটি সিলবার কাপ প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা রাহুল আমিন রুহুল, তৃতীয় পুরস্কার একটি সিলভার কাপও প্রদান করেন মিলান লম্বাারদিয়া আওয়ামী যুব লীগ এর সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার। ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার দাতা হলেন আওয়ামী যুব লীগ এর সভাপতি খান মামুন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন