জলঢুপ গ্রামের প্রবীন মুরব্বি হাজি আব্দুল মতিনের ইন্তেকাল
- আপডেট সময় : ০৬:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / 1313
সিলেট বিয়ানীবাজার উপজেলার জলঢুপ (পাঠুলী) গ্রামের প্রবীন মুরব্বি হাজি আব্দুল মতিন ইন্তেকাল করেছেন। ৫ আগষ্ট বুধবার বাংলাদেশ সময় ৮:১৫ মিনিটে নিজ বাড়িতে ( বড়লেখায় ) শেষ নি:স্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভুগছিলেন।
হাজি আব্দুল মতিন বড়লেখার উপজেলার ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ঘোলসা ওয়ার্ডের সাবেক মেম্বার । অত্যন্ত স্বজ্জন ও পরোপকারী আব্দুল মতিন স্থানীয়দের কাছে ‘দয়াল‘ নামে পরিচিতি ছিলেন।
মরহুমের প্রথম জানাজা বড়লেখায় তার দ্বিতীয় বাড়ি সংলগ্ন উত্তর ঘোলসা জামে মসজিদে বেলা ২টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা একই দিন বাদ আসর জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন করে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্নিয়স্বজন রেখে গেছেন।
মরহুম আব্দুল মতিনের মৃত্যুতে তার ভাতিজা যুক্তরাজ্য প্রবাসী মরগেজ কনসালটেন্স, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট এর ফাউন্ডার ট্রেজারার ও জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট এর ফাউন্ডার উপদেষ্টা আজাদ হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পবিারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।
জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শোক:
জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সংগঠনের উপদেষ্টা আজাদ হোসেনের চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায়, শোক শন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুম আব্দুল মতিনের বিদেহী আত্নার শান্তি কামনা করা হয়েছে।



















