ম্যানচেষ্টারের বাংলাদেশি কমিউনিটির সজ্জন ও প্রবীন ব্যক্তিত্ব রওনক চৌধুরী গত ২৪ জুলাই সিলেটের মাউন্ট এডেরো হাসপাতালে মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলাহী রাজিউন)।মৃত্যুকালে রওনক চৌধুরীর বয়স হয়েছিল ৮০ বছর।বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কায়স্থ গ্রামে তাঁর বাড়ি । রওনক চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গছেন। তিনি ম্যানচেষ্টারের স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। ম্যানচেস্টারের সাংস্কৃতিক অঙ্গনেও ছিলেন তিনি এক পরিচিত নাম।
ম্যানচেষ্টারের বাংলাদেশি কমিউনিটির প্রবীন এ ব্যক্তিত্ব রওনক চৌধুরীর মৃত্যুতে ম্যানচেস্টারে বিভিন্ন সংগঠন ও সংস্কৃতিকর্মীরা শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চেতনা ইউকে’র সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, সাধারন সম্পাদক ফারুক যোশী, যুক্তরাজ্য আওয়ামীলীগ ম্যানচেষ্টার শাখার সভাপতি ছুরাবুর রহমান, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, জিএমবিএর সাবেক সভাপতি মইনুল আমীন বুলবুল,বঙ্গবন্ধু পরিষদ ম্যানচেষ্টার শাখার সভাপতি রুহুল আমিন চৌধুরী মামুন, সাধারন সম্পাদক মুরতাহিন বিল্লাহ জুয়েল, ম্যানচেষ্টার মৌলভীবাজার ডিস্ট্রিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক রুহুল আমিন রুহেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ, ম্যানচেষ্টারের সভাপতি আমিনুল হক ওয়েছ, সাধারন সম্পাদক ফয়জুল হক জুয়েল প্রমূখ।