­
­
শুক্রবার, ১৬ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «   কে জিতল—ভারত, না পাকিস্তান?  » «   আওয়ামী লীগের ‘কার্যক্রমে নিষেধাজ্ঞা’র মানে কী?  » «   বাংলাদেশে মার্কিন পণ্যের আমদানি বাড়বে, কমবে শুল্ক  » «   আওয়ামী লীগ নিষেধাজ্ঞার ফল কী? জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন  » «   পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় মানিক  » «   এখন লড়াই ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে: ফরহাদ মজহার  » «   ইতালিতে ‘জিহাদি উসকানি’র অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক  » «   ভারত-পাকিস্তান সংঘাত থামলো কীভাবে, টিকবে কতদিন  » «  

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে দুর্নীতির বিরুদ্ধে কমিউনিটির গণঅবস্থান ও বিক্ষোভ



 বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে দীর্ঘদিনের দালালি ও দূর্নীতির অভিযোগ করে আসছিল ভুক্তভোগী সাধারণ প্রবাসীরা সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা। এদিকে করোনায় বিধ্বস্ত ইতালি যখন দীর্ঘ ৮ বছর পর অবৈধদের বৈধতার ঘোষণা দেয়, তখন কমিউনিটির নেতারা অনিয়মিত অভিবাসীদের পাশে এসে দাঁড়ায়। তারা রোম দূতাবাসের পাসপোর্ট দালালদের বিরুদ্ধে সোচ্চার হোন, যাতে দালাল চক্র আবার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ইতালি সরকারের দেয়া এই বৈধতার সুযোগ টি যেন সকল অনিয়মিত প্রবাসীরা গ্রহণ করতে পারে সেই সঙ্গে এপোয়েন্টমেন্ট জটিলতায় ভুকতে থাকা প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যেই বাংলাদেশ সমিতির আয়োজনে দূতাবাসের দূর্নীতি ও দালালি বন্ধের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে গত সোমবার (২৭ জুলাই)। স্থানীয় সময় সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই দাবী আদায়ের কর্মসূচি।
দাবী সমূহের মধ্যে বৈধতা প্রত্যাশিতদের পাসপোর্ট জমা ও সার্টিফিকেট প্রদান ১০ আগষ্টের মধ্যে দিতে হবে। টেলিফোনের মাধ্যমে এপোয়েন্টমেন্ট বন্ধ, চিহ্নিত দালালদের দূতাবাসে অবাধ প্রবেশাধিকার বন্ধ, ইতালি থেকে ফিরিয়ে দেয়া প্রবাসী দের ফিরিয়ে আনতে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা ও পুনরায় রোম ঢাকা রোম ফ্লাইট চালু সহ ১১ টি দাবী বাস্তবায়নের জন্যেই এই কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে এখানে কমিউনিটি র বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকির, আলমগীর হোসেন, জহিরুল আলম, এম ডি ফয়সাল, এম এ রব মিন্টু, মনজুর আহমেদ, মাহবুব রহমান প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ রা সহ প্রবাসীরা বলেন” দীর্ঘদিন যাবৎ দূতাবাসে একটি দালাল সিন্ডিকেট কাজ করছে। তারা অবিলম্বে দালালি বন্ধের আহ্বান জানান।
এদিকে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান ” দালালদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ কেউ কখনো করেনি এবং দূতাবাসে দালালদের কোন প্রশয় কখনো দেয়াও হয়নি। এদিকে বৈধতা প্রত্যাশী প্রবাসীদের সেবার মান ও সময় দুটিই বাড়ানো হয়েছে” ।
করোনা কালে আয়োজিত এই অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়। মুহুর্মুহু স্লোগান দেন প্রবাসীরা। আগামী ৩ আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় এই সমাবেশ থেকে।
এসব দুর্নীতি এবং দালালি বন্ধ করে অবিলম্বে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার কমিউনিটির বিভিন্ন সংগঠন ইতালী রাজধানী রোমে দূতাবাসের সামনের সড়কে গণঅবস্থান  কর্মসূচি পালন করে। বিস্তারিত দেখুন ৫২বাংলা ইতালি ব্যুরো চীফ  মিনহাজ হোসেন এর প্রতিবেদনে-
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন