ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’ পে স্কেল নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সরকারি কর্মচারীরা যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্যে’ রেকর্ডসংখ্যক মানুষ, তালিকায় বাংলাদেশিরাও ভোট দিয়ে ফেলেছেন ৪ লাখ প্রবাসী

দশ লক্ষ টাকাতে বাঁচতে পারে রাকিব

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • / 1126
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার সদস্যের পরিবারের অল্প বয়সের একমাত্র উপার্জক্ষম ছেলে রাকিব । খুব নম্র ভদ্র স্বভাবের বলে এলাকার সবাই স্নেহ করে । অভাবের সংসারে লেখাপড়া তেমন করা হয়ন। পিতা:মোঃ মারুফ, গ্রাম :উত্তর গোমদন্ডী ,পৌরসভা :বোয়ালখালী , জেলা :চট্রগ্রাম। দুঃখে কষ্টে চলা রোগে শোকে জর্জরিত অসুস্থ সহজ সরল মিষ্ঠভাষী বাবার সংসারের হাল ধরতে একটা টিনের দোকানে কাজ নেয় রাকিব । কোনো রকম চলছিল তাদের সংসার ।

গত ১৪ জুলাই দোকানে টিনের বান্ডেল সরাতে গিয়ে হঠাৎ বড় একটা টিনের বান্ডেল তার ঘাড়ের উপর পড়ে গেলে রাকিব টিনের বান্ডেল এর নিচে চাপা পড়ে । এই দুর্ঘটনায় তার ঘাড় ও মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে যায় । এবং তার ঘাড়ের মধ্যকার রগ ও বেশ ক্ষতিগ্রস্ত হয় , ফলে তার শরীর সম্পূর্ণ অবশ হয়ে যায়।

বর্তমানে সে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ২৮ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বেড এ চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে ডাক্তার জানান । যা তার অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। এলাকার কিছু তরুণ ও যুবক মিলে তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে চেষ্টা করে যাচ্ছে । তারা অনেক প্রবাসী ভাই-বন্ধুদের সাথে যোগাযোগ করে সাহায্যের আবেদন করছে।

রাকিবের পরিবার সকলের কাছে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন। কোনো হৃদয়বান ব্যাক্তি বা সকলের সম্মিলিত ছোট্ট প্রচেষ্টায় রাকিব আবারো ফিরে পেতে পারে তার অমূল্য জীবন এবং তার পরিবারের মুখে হাসি ফুটাতে পারে |

একটি প্রাণ বাঁচাতে তার চাচাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ।

রবিউল হোসেন
ইসলামী ব্যংক বাংলাদেশ লিঃ
A/C নম্বর ۔20501620203177905
চকবাজার শাখা , চট্রগ্রাম

ব্যক্তিগত বিকাশ নম্বর
(সাজ্জাদ) : 01829591329
(রবিউল ): 01771862233

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দশ লক্ষ টাকাতে বাঁচতে পারে রাকিব

আপডেট সময় : ০৫:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০

চার সদস্যের পরিবারের অল্প বয়সের একমাত্র উপার্জক্ষম ছেলে রাকিব । খুব নম্র ভদ্র স্বভাবের বলে এলাকার সবাই স্নেহ করে । অভাবের সংসারে লেখাপড়া তেমন করা হয়ন। পিতা:মোঃ মারুফ, গ্রাম :উত্তর গোমদন্ডী ,পৌরসভা :বোয়ালখালী , জেলা :চট্রগ্রাম। দুঃখে কষ্টে চলা রোগে শোকে জর্জরিত অসুস্থ সহজ সরল মিষ্ঠভাষী বাবার সংসারের হাল ধরতে একটা টিনের দোকানে কাজ নেয় রাকিব । কোনো রকম চলছিল তাদের সংসার ।

গত ১৪ জুলাই দোকানে টিনের বান্ডেল সরাতে গিয়ে হঠাৎ বড় একটা টিনের বান্ডেল তার ঘাড়ের উপর পড়ে গেলে রাকিব টিনের বান্ডেল এর নিচে চাপা পড়ে । এই দুর্ঘটনায় তার ঘাড় ও মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে যায় । এবং তার ঘাড়ের মধ্যকার রগ ও বেশ ক্ষতিগ্রস্ত হয় , ফলে তার শরীর সম্পূর্ণ অবশ হয়ে যায়।

বর্তমানে সে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ২৮ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বেড এ চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে ডাক্তার জানান । যা তার অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। এলাকার কিছু তরুণ ও যুবক মিলে তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে চেষ্টা করে যাচ্ছে । তারা অনেক প্রবাসী ভাই-বন্ধুদের সাথে যোগাযোগ করে সাহায্যের আবেদন করছে।

রাকিবের পরিবার সকলের কাছে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন। কোনো হৃদয়বান ব্যাক্তি বা সকলের সম্মিলিত ছোট্ট প্রচেষ্টায় রাকিব আবারো ফিরে পেতে পারে তার অমূল্য জীবন এবং তার পরিবারের মুখে হাসি ফুটাতে পারে |

একটি প্রাণ বাঁচাতে তার চাচাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ।

রবিউল হোসেন
ইসলামী ব্যংক বাংলাদেশ লিঃ
A/C নম্বর ۔20501620203177905
চকবাজার শাখা , চট্রগ্রাম

ব্যক্তিগত বিকাশ নম্বর
(সাজ্জাদ) : 01829591329
(রবিউল ): 01771862233