­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

বড়লেখা প্রবাসীদের একটি  ঐক্যবদ্ধ সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ
গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত



 

২৪ সেপ্টেম্বর সোমবার  যুক্তরাজ্যস্থ বড়লেখার  প্রবাসীদের উদ্যোগে এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 পূর্ব লন্ডনের  ষ্টিফোর্ড কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৭:৩০ মিনিটে  অনুষ্ঠিত এ গোলটেবিল আলোচনায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 বিশিষ্ট শিক্ষানুরাগী  মঞ্জুর রেজা চৌধুরীর সভাপতিত্বে  বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন  উপাধ্যক্ষ রাজন উদ্দিন জালাল, সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী, সমাজসেবক জালাল উদ্দিন আহমদ, চুনু মিয়া, ফরিজ আলী, মুহিবুর রহমান, আব্দুস শুক্কর, সিরাজুল বাছিত চৌধুরী।

এছাড়াও গোলটেবিল আলোচনায় অংশনেন- তাজুল রহমান চুনু, লিয়াকত খান,নাজমুল ইসলাম, জাহেদ আহমদ রাজ, জাকির হোসেন, আব্দুল মানিক, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন ফয়সল, শামীম উদ্দিন, সিরাজ উদ্দিন, জাকির হোসেন, ফখরুল ইসলাম,আব্দুস শুক্কুর, শামীম আহমদ, সেলিম উদ্দিন, সালাহ উদ্দিন এনাম, সাহাব আহমদ, শাহীন আহমদ, জাকির হোসেন, মওলানা হীরা মিয়া, মোহাম্মদ আব্দুল হাই, মো.হাফিজ উদ্দিন, সাফি রশীদ মুছা, সিরাজ উদ্দিন, নুরুল ইসলাম দুদু, রুহুল ইসলাম, মাহফুজুর রহমান,বদরুল ইসলাম, আবু সুফিয়ান, পঙ্খি খান জলি সহ অনেকে।

  সভায় সর্বসম্মতিক্রমে বড়লেখার আর্থ সামাজিক ও সমাজসেবার উন্নয়নে বড়লেখা উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে একটি সংগঠন প্রতিষ্টার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

গোলটেবিল আলোচনায় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন- যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা দীর্ঘ দিন থেকে  তাঁদের নিজ অঞ্চলে সামাজিক উন্নয়নমূলক নানাবিদ কর্মকান্ড বিভিন্ন সংগঠন  এবং ব্যক্তিগতভাবে করে আসছেন। কিন্তু ঐক্যবদ্ধভাবে বড়লেখাবাসীদের কোন সংগঠন এখনও গড়ে ওঠেনি। যা বর্তমান সময়ে খুব জরুরী। এক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করলে আমরা দেশে ও প্রবাসে অনেক সামাজিক ও চ্যারিটেবল উন্নয়নমূলক কাজ করতে পারবো বলে সকলের বিশ্বাস।

 বড়লেখা উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের আরও ব্যাপকভাবে অংশগ্রহনের লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর মঙ্গলবার   আরেকটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিতব্য সভার বিস্তারিত তথ্য শীঘ্র জানানো হবে বলে  সভার সভাপতি বিশিস্ট শিক্ষাবিদ  মঞ্জুর রেজা চৌধুরী সভার সর্বসম্মতি ক্রমে সকলকে জানিয়েছেন।

 

কণ্ঠ: তিশা সেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন