সংবাদ শিরোনাম :
ইতালিতে সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশী যুবকের আশঙ্কাজনক অবস্থা
৫২ বাংলা
- আপডেট সময় : ১২:১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / 875
ইতালিতে সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশী যুবকের আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন।১১ জুলাই রাত আনুমানিক ২:৩০ ঘটিকার সময় মিলানোর ছেস্তো সান জোভান্নিতে সোহেল গাজী নামে একজন বাংলাদেশী (৩০)যুবক সড়ক দূর্ঘটনায় আশঙ্কজনক মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায় কর্মস্হল থেকে ফেরার পথে রাস্তা (বাই সাইকেলে) পারাপারের সময় একটি ফুরগোন গাড়ী ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যান।তার মাথায় এবং বাহুতে প্রচন্ড আঘাত লাগে।ধারণা করা হচ্ছে গাড়ির ড্রাইভার নেশাগ্রস্ত অবস্হায় গাড়ি চালাচ্ছিলো।
এ ব্যপারে দুটি মামলা দায়ের করা হয়েছে থানায়।গাড়ি চালক নেশাগ্রস্ত কি না এ ব্যপারে পরীক্ষা করা হচ্ছে। সোহেল গাজীর দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে।
সূত্র :মিলানো টু ডে।



























